ETV Bharat / sukhibhava

Durga Puja 2022: কেমন হবে সপ্তমীর লুক ? রইল কিছু টিপস - কেমন হবে সপ্তমীর লুক

কেমন হবে এবারের উৎসবের সাজ, তা নিয়ে অনেকেই চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন ৷ জানুন সপ্তমীর সেরা লুক (Durga Puja Fashion Tips) ৷

Durga Puja 2022 News
কেমন হবে সপ্তমীর লুক
author img

By

Published : Sep 16, 2022, 12:57 PM IST

Updated : Sep 16, 2022, 3:45 PM IST

হায়দরাবাদ: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja Fashion Trends) শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি । উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । আর এবারের উৎসবের সাজ কেমন হবে, তা নিয়ে অনেকেই চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন। তাই আপনাদের জন্য কিছু টিপস খুঁজলাম আমরা (Fashion Tips for Festive Season)। দুর্গাপুজোর অন্যতম দিন সপ্তমী । পুজোর পাঁচদিনই অন্যতম হয়ে উঠুক আপনার লুক ৷ সপ্তমীর সকালে ঘুম থেকে উঠেই প্রস্তুতি নিতে হয় পুজোর জোগারে। সপ্তমীর সকালের সাজে রাখুন এক অন্যরকম লুক ।

দেখে নিন সপ্তমী’র সাজের ছোট্ট টিপস:

প্রথমে মুখ ক্লিন করে ভালো করে টোনিং করে নিন । এরপর আপনার ত্বক অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করুন ৷ কম্প্যাক্টের সাহায্যে ফাউন্ডেশন সেট করে নিন । অতিরিক্ত আর কিছু ব্যবহার না করাই ভালো। এতে আপনাকে আরও বেশি আকর্ষণীয় দেখাবে ৷ কারণ আপনি এটি সকালের জন্য সাজছেন ৷ সকালের সাজ একটু হালকা রাখলেই আপনাকে বেশি ভালো দেখাবে ৷

আরও পড়ুন: Durga Puja 2022: কেমন হবে ষষ্ঠীর লুক ? রইল কিছু টিপস

চোখের মেক-আপটাও হালকা উপরেই রাখুন । পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে চোখে হালকা শ্যাডো লাগাতে পারেন । তবে শুধু চোখের কাজল এবং চোখের উপরে টানা করে আইলাইনার দিয়ে সেরে নিতে পারেন। এতে আপনার লুক আরও সুন্দর হয়ে উঠবে ।

যেহেতু চোখের মেক-আপ হালকা হবে, তাই ঠোঁটে একটু গাঢ় লিপস্টিক ব্যবহার করতে পারেন । এতে সিম্পলের মধ্যে এক গর্জিয়াস লুক পেয়ে যাবেন আপনি ।

রাতের সাজ একটু ডিপ রাখতেই পারেন ৷ পোশাকে আপনি অন্যরকম লুক আনার চেষ্টা করতে পারেন ৷ সকালে হালকা রঙের কোনও গাউন বা কোনও লং ড্রেস ট্রাই করতে পারেন । এতে আপনাকে সুন্দর দেখাবে ৷

হায়দরাবাদ: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja Fashion Trends) শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি । উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । আর এবারের উৎসবের সাজ কেমন হবে, তা নিয়ে অনেকেই চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন। তাই আপনাদের জন্য কিছু টিপস খুঁজলাম আমরা (Fashion Tips for Festive Season)। দুর্গাপুজোর অন্যতম দিন সপ্তমী । পুজোর পাঁচদিনই অন্যতম হয়ে উঠুক আপনার লুক ৷ সপ্তমীর সকালে ঘুম থেকে উঠেই প্রস্তুতি নিতে হয় পুজোর জোগারে। সপ্তমীর সকালের সাজে রাখুন এক অন্যরকম লুক ।

দেখে নিন সপ্তমী’র সাজের ছোট্ট টিপস:

প্রথমে মুখ ক্লিন করে ভালো করে টোনিং করে নিন । এরপর আপনার ত্বক অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করুন ৷ কম্প্যাক্টের সাহায্যে ফাউন্ডেশন সেট করে নিন । অতিরিক্ত আর কিছু ব্যবহার না করাই ভালো। এতে আপনাকে আরও বেশি আকর্ষণীয় দেখাবে ৷ কারণ আপনি এটি সকালের জন্য সাজছেন ৷ সকালের সাজ একটু হালকা রাখলেই আপনাকে বেশি ভালো দেখাবে ৷

আরও পড়ুন: Durga Puja 2022: কেমন হবে ষষ্ঠীর লুক ? রইল কিছু টিপস

চোখের মেক-আপটাও হালকা উপরেই রাখুন । পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে চোখে হালকা শ্যাডো লাগাতে পারেন । তবে শুধু চোখের কাজল এবং চোখের উপরে টানা করে আইলাইনার দিয়ে সেরে নিতে পারেন। এতে আপনার লুক আরও সুন্দর হয়ে উঠবে ।

যেহেতু চোখের মেক-আপ হালকা হবে, তাই ঠোঁটে একটু গাঢ় লিপস্টিক ব্যবহার করতে পারেন । এতে সিম্পলের মধ্যে এক গর্জিয়াস লুক পেয়ে যাবেন আপনি ।

রাতের সাজ একটু ডিপ রাখতেই পারেন ৷ পোশাকে আপনি অন্যরকম লুক আনার চেষ্টা করতে পারেন ৷ সকালে হালকা রঙের কোনও গাউন বা কোনও লং ড্রেস ট্রাই করতে পারেন । এতে আপনাকে সুন্দর দেখাবে ৷

Last Updated : Sep 16, 2022, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.