ETV Bharat / sukhibhava

বি117 ভ্যারিয়্যান্ট মৃত্যু বা গুরুতর অসুস্থতার দিকে ঠেলে দেয় না: দ্য ল্যান্সেট

করোনার দ্বিতীয় স্ট্রেন কী ? এর প্রভাব কতখানি ? কোথায় প্রথম দেখা গিয়েছিল ? জানতে হলে প্রতিবেদনটি অবশ্যই পড়ুন ৷

বি117 ভ্যারিয়্যান্ট মৃত্যু বা গুরুতর অসুস্থতার দিকে ঠেলে দেয় না: দ্য ল্যান্সেট
বি117 ভ্যারিয়্যান্ট মৃত্যু বা গুরুতর অসুস্থতার দিকে ঠেলে দেয় না: দ্য ল্যান্সেট
author img

By

Published : Apr 15, 2021, 6:44 AM IST

Updated : Apr 15, 2021, 2:40 PM IST

করোনা ভাইরাসের বি-117 ভ্যারিয়্যান্ট যাঁদের শরীরের ঢুকেছে, তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েননি । আর এতে মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে । দ্য ল্যান্সেট ইনফেকশাস ডিজ়িজ় জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এমনটাই দাবি করা হচ্ছে ।

তবে এনপিআরের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, করোনার এই স্ট্রেন, যাকে অনেকে ইউকে ভ্যারিয়্যান্টও বলছেন, তা মূল স্ট্রেনের থেকে বেশি সংক্রামক ।

ইউএস সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, এই স্ট্রেন প্রথমবার ইংল্যান্ডে দেখা দেয় গতবছর সেপ্টেম্বরে । আর এখন এটাই আমেরিকায় সবথেকে বেশি ছড়িয়ে পড়া স্ট্রেন ।

এই গবেষণার জন্য গতবছর 9 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতাল এবং নর্থ মিডলসেক্স ইউনিভার্সিটি হাসপাতালে কোভিড আক্রান্তদের থেকে নমুনা সংগ্রহ করা হয় ।

আরও পড়ুন : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় 6 হাজার, মৃত 24

341 জন রোগীর মধ্যে 58 শতাংশের শরীরে বি-117 স্ট্রেন পাওয়া গিয়েছিল । 42 শতাংশের শরীরে অন্য কোনও স্ট্রেন ছিল । দু’দলের মধ্যে কাদের উপসর্গ কতটা গুরুতর, সেই তুলনা করতে গিয়ে গবেষকরা দেখেছেন যে বি-117 আক্রান্তদের মধ্যে ‘ভাইরাল লোড’ বা ভাইরাসের সংখ্যা অনেকটা বেশি রয়েছে ।

করোনা ভাইরাসের বি-117 ভ্যারিয়্যান্ট যাঁদের শরীরের ঢুকেছে, তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েননি । আর এতে মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে । দ্য ল্যান্সেট ইনফেকশাস ডিজ়িজ় জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এমনটাই দাবি করা হচ্ছে ।

তবে এনপিআরের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, করোনার এই স্ট্রেন, যাকে অনেকে ইউকে ভ্যারিয়্যান্টও বলছেন, তা মূল স্ট্রেনের থেকে বেশি সংক্রামক ।

ইউএস সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, এই স্ট্রেন প্রথমবার ইংল্যান্ডে দেখা দেয় গতবছর সেপ্টেম্বরে । আর এখন এটাই আমেরিকায় সবথেকে বেশি ছড়িয়ে পড়া স্ট্রেন ।

এই গবেষণার জন্য গতবছর 9 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতাল এবং নর্থ মিডলসেক্স ইউনিভার্সিটি হাসপাতালে কোভিড আক্রান্তদের থেকে নমুনা সংগ্রহ করা হয় ।

আরও পড়ুন : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় 6 হাজার, মৃত 24

341 জন রোগীর মধ্যে 58 শতাংশের শরীরে বি-117 স্ট্রেন পাওয়া গিয়েছিল । 42 শতাংশের শরীরে অন্য কোনও স্ট্রেন ছিল । দু’দলের মধ্যে কাদের উপসর্গ কতটা গুরুতর, সেই তুলনা করতে গিয়ে গবেষকরা দেখেছেন যে বি-117 আক্রান্তদের মধ্যে ‘ভাইরাল লোড’ বা ভাইরাসের সংখ্যা অনেকটা বেশি রয়েছে ।

Last Updated : Apr 15, 2021, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.