ETV Bharat / sukhibhava

Facial Good for Skin: ত্বকের যত্নে ফেসিয়াল উপকারী ? কী বলছেন বিশেষজ্ঞরা - Skin care routine

বিশেষজ্ঞরা বলেন, ফেসিয়াল ত্বকের জন্য ভালো ৷ নানা ধরনের ফেসিয়াল ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ৷ ফেসিয়াল ত্বকের গভীরে গিয়ে কাজ করে ৷ যার ফলে ত্বকে বয়সের ছাপ, কালো ছোপ, নির্জীবভাব ও জৌলুসহীনতা দূর করে ৷ জেনে নিন ফেসিয়াল করার উপকারিতা ৷

Facial Good for Skin
ত্বকের পরিচর্যা ফেসিয়ালের গুরুত্ব
author img

By

Published : Jul 28, 2023, 8:32 PM IST

Updated : Jul 28, 2023, 9:07 PM IST

হায়দরাবাদ: সঠিক পরিচর্যার অভাবে ত্বক নিজের জৌলুস হারায় ৷ তার সঙ্গে রয়েছে রাস্তাঘাটের ধুলো-বালি, ধোঁয়া, যে কারণে ত্বক আরও নির্জীব হয়ে ওঠে ৷ তবে নিয়মিত যত্ন আর পরিচর্যা ত্বকের হারানো সৌন্দর্য ফিরে আসে ৷ তবে এখানেই লুকিয়ে মূল সমস্যা ৷ কারণ ঘরোয়া একাধিক উপায়ে ত্বকের পরিচর্যা করা সম্ভব হলেও দৈনন্দিন জীবনে প্রত্যেকে এতটাই ব্যস্ত যে নিজের জন্য সময় বের করতে গিয়েও চিন্তায় পড়ে যান ৷

Facial Good for Skin
মাসে একবার হলেও ফেসিয়াল করা উচিত

শুধু তাই নয়, সারাদিন ঘরের কাজ বা অফিসের কাজের পর ক্লান্ত শরীর দেয় না, নানা প্যাক ব্যবহার করে ত্বকের যত্ন নিতে ৷ তাহলে উপায়? একটাই উপায় তা হল পার্লারে গিয়ে ত্বকের চর্চা করানো ৷ যার মধ্যে ফেসিয়াল অন্যতম ৷ ত্বক বিশেষজ্ঞদের মতে, পার্লারে নানা ইলেকট্রনিক কৌশলের মাধ্যমে লেজার বা এলইডি থেরাপির মতো ত্বক চর্চা করা হয় ৷ তবে সেগুলো একটু খরচ সাপেক্ষ ৷ তাই তারুণ্য ধরে রাখতে ও ত্বকের উজ্জ্বলতা, আর্দ্রতা বজায় রাখতে ফেসিয়াল জরুরি ৷

Facial Good for Skin
ফেসিয়াল করার নানা উপকারিতা আছে

ত্বকের ধরণ ও সমস্যা অনুযায়ী ফেসিয়াল মূলত দুভাগে ভাগ করা যায় ৷

মেডি ফেসিয়াল- এই ফেসিয়াল মূলত সাধারণ পার্লারে হয় না ৷ ত্বকের সমস্যা অনুযায়ী এই ফেসিয়াল বিশেষ বিশেষ জায়গায় পরিষেবা দেয় ৷ তাই ত্বকের যদি গভীর কোনও সমস্যা থাকে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই ফেসিয়াল করা উচিত ৷

Facial Good for Skin
মেশিন দিয়ে ত্বকের পরিচর্যা

রিল্যাক্সিং ফেসিয়াল- এই ধরণের ফেসিয়াল সাধারণত পার্লার বা স্পা ক্লিনিকে হয়ে থাকে ৷ এই ফেসিয়াল ত্বককে আরাম দেয় ৷ নানা ধরণের ম্যাসাজ, মাস্ক ত্বকের নোংরা পরিষ্কার করে নতুন করে তার আর্দ্রতা ফিরিয়ে আনে ৷ দূর করে কালো ছোপ-দাগ ৷ ত্বকের বাড়তি তেল বের করে তা করে তোলে সতেজ ও সুন্দর ৷ ত্বকের প্রয়োজন অনুযায়ী, বিভিন্ন ধরণের প্রোডাক্ট ব্যবহার করা হয় ৷ তাই মাসে দুবার না হলেও অনন্ত একবার ফেসিয়াল করা উচিত ৷ পাশাপাশি ঘরে মুখ ভালো করে পরিষ্কার করা উচিত ৷

Facial Good for Skin
পার্লারে ব্য়বহৃত নানা ফেসপ্যাক

আরও পড়ুন: সৌন্দর্য চর্চার অন্যতম উপদান ভিটামিন ই, কীভাবে ব্যবহার করবেন ?

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: সঠিক পরিচর্যার অভাবে ত্বক নিজের জৌলুস হারায় ৷ তার সঙ্গে রয়েছে রাস্তাঘাটের ধুলো-বালি, ধোঁয়া, যে কারণে ত্বক আরও নির্জীব হয়ে ওঠে ৷ তবে নিয়মিত যত্ন আর পরিচর্যা ত্বকের হারানো সৌন্দর্য ফিরে আসে ৷ তবে এখানেই লুকিয়ে মূল সমস্যা ৷ কারণ ঘরোয়া একাধিক উপায়ে ত্বকের পরিচর্যা করা সম্ভব হলেও দৈনন্দিন জীবনে প্রত্যেকে এতটাই ব্যস্ত যে নিজের জন্য সময় বের করতে গিয়েও চিন্তায় পড়ে যান ৷

Facial Good for Skin
মাসে একবার হলেও ফেসিয়াল করা উচিত

শুধু তাই নয়, সারাদিন ঘরের কাজ বা অফিসের কাজের পর ক্লান্ত শরীর দেয় না, নানা প্যাক ব্যবহার করে ত্বকের যত্ন নিতে ৷ তাহলে উপায়? একটাই উপায় তা হল পার্লারে গিয়ে ত্বকের চর্চা করানো ৷ যার মধ্যে ফেসিয়াল অন্যতম ৷ ত্বক বিশেষজ্ঞদের মতে, পার্লারে নানা ইলেকট্রনিক কৌশলের মাধ্যমে লেজার বা এলইডি থেরাপির মতো ত্বক চর্চা করা হয় ৷ তবে সেগুলো একটু খরচ সাপেক্ষ ৷ তাই তারুণ্য ধরে রাখতে ও ত্বকের উজ্জ্বলতা, আর্দ্রতা বজায় রাখতে ফেসিয়াল জরুরি ৷

Facial Good for Skin
ফেসিয়াল করার নানা উপকারিতা আছে

ত্বকের ধরণ ও সমস্যা অনুযায়ী ফেসিয়াল মূলত দুভাগে ভাগ করা যায় ৷

মেডি ফেসিয়াল- এই ফেসিয়াল মূলত সাধারণ পার্লারে হয় না ৷ ত্বকের সমস্যা অনুযায়ী এই ফেসিয়াল বিশেষ বিশেষ জায়গায় পরিষেবা দেয় ৷ তাই ত্বকের যদি গভীর কোনও সমস্যা থাকে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই ফেসিয়াল করা উচিত ৷

Facial Good for Skin
মেশিন দিয়ে ত্বকের পরিচর্যা

রিল্যাক্সিং ফেসিয়াল- এই ধরণের ফেসিয়াল সাধারণত পার্লার বা স্পা ক্লিনিকে হয়ে থাকে ৷ এই ফেসিয়াল ত্বককে আরাম দেয় ৷ নানা ধরণের ম্যাসাজ, মাস্ক ত্বকের নোংরা পরিষ্কার করে নতুন করে তার আর্দ্রতা ফিরিয়ে আনে ৷ দূর করে কালো ছোপ-দাগ ৷ ত্বকের বাড়তি তেল বের করে তা করে তোলে সতেজ ও সুন্দর ৷ ত্বকের প্রয়োজন অনুযায়ী, বিভিন্ন ধরণের প্রোডাক্ট ব্যবহার করা হয় ৷ তাই মাসে দুবার না হলেও অনন্ত একবার ফেসিয়াল করা উচিত ৷ পাশাপাশি ঘরে মুখ ভালো করে পরিষ্কার করা উচিত ৷

Facial Good for Skin
পার্লারে ব্য়বহৃত নানা ফেসপ্যাক

আরও পড়ুন: সৌন্দর্য চর্চার অন্যতম উপদান ভিটামিন ই, কীভাবে ব্যবহার করবেন ?

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

Last Updated : Jul 28, 2023, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.