হায়দরাবাদ: সঠিক পরিচর্যার অভাবে ত্বক নিজের জৌলুস হারায় ৷ তার সঙ্গে রয়েছে রাস্তাঘাটের ধুলো-বালি, ধোঁয়া, যে কারণে ত্বক আরও নির্জীব হয়ে ওঠে ৷ তবে নিয়মিত যত্ন আর পরিচর্যা ত্বকের হারানো সৌন্দর্য ফিরে আসে ৷ তবে এখানেই লুকিয়ে মূল সমস্যা ৷ কারণ ঘরোয়া একাধিক উপায়ে ত্বকের পরিচর্যা করা সম্ভব হলেও দৈনন্দিন জীবনে প্রত্যেকে এতটাই ব্যস্ত যে নিজের জন্য সময় বের করতে গিয়েও চিন্তায় পড়ে যান ৷
শুধু তাই নয়, সারাদিন ঘরের কাজ বা অফিসের কাজের পর ক্লান্ত শরীর দেয় না, নানা প্যাক ব্যবহার করে ত্বকের যত্ন নিতে ৷ তাহলে উপায়? একটাই উপায় তা হল পার্লারে গিয়ে ত্বকের চর্চা করানো ৷ যার মধ্যে ফেসিয়াল অন্যতম ৷ ত্বক বিশেষজ্ঞদের মতে, পার্লারে নানা ইলেকট্রনিক কৌশলের মাধ্যমে লেজার বা এলইডি থেরাপির মতো ত্বক চর্চা করা হয় ৷ তবে সেগুলো একটু খরচ সাপেক্ষ ৷ তাই তারুণ্য ধরে রাখতে ও ত্বকের উজ্জ্বলতা, আর্দ্রতা বজায় রাখতে ফেসিয়াল জরুরি ৷
ত্বকের ধরণ ও সমস্যা অনুযায়ী ফেসিয়াল মূলত দুভাগে ভাগ করা যায় ৷
মেডি ফেসিয়াল- এই ফেসিয়াল মূলত সাধারণ পার্লারে হয় না ৷ ত্বকের সমস্যা অনুযায়ী এই ফেসিয়াল বিশেষ বিশেষ জায়গায় পরিষেবা দেয় ৷ তাই ত্বকের যদি গভীর কোনও সমস্যা থাকে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই ফেসিয়াল করা উচিত ৷
রিল্যাক্সিং ফেসিয়াল- এই ধরণের ফেসিয়াল সাধারণত পার্লার বা স্পা ক্লিনিকে হয়ে থাকে ৷ এই ফেসিয়াল ত্বককে আরাম দেয় ৷ নানা ধরণের ম্যাসাজ, মাস্ক ত্বকের নোংরা পরিষ্কার করে নতুন করে তার আর্দ্রতা ফিরিয়ে আনে ৷ দূর করে কালো ছোপ-দাগ ৷ ত্বকের বাড়তি তেল বের করে তা করে তোলে সতেজ ও সুন্দর ৷ ত্বকের প্রয়োজন অনুযায়ী, বিভিন্ন ধরণের প্রোডাক্ট ব্যবহার করা হয় ৷ তাই মাসে দুবার না হলেও অনন্ত একবার ফেসিয়াল করা উচিত ৷ পাশাপাশি ঘরে মুখ ভালো করে পরিষ্কার করা উচিত ৷
আরও পড়ুন: সৌন্দর্য চর্চার অন্যতম উপদান ভিটামিন ই, কীভাবে ব্যবহার করবেন ?
(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)