ETV Bharat / state

ব্যাট দিয়ে মাথায় আঘাত করে বাবাকে খুন, গ্রেপ্তার যুবক - CHOPRA

সাতসকালে ছেলের হাতে খুন বাবা। কী কারণে ওই ব্যক্তিকে খুন করা হল তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু পুলিশের।

ভাদু বরাইয়ের দেহ পড়ে রয়েছে
author img

By

Published : Mar 17, 2019, 12:39 PM IST

রায়গঞ্জ, ১৭ মার্চ : ব্যাট দিয়ে মাথায় আঘাত করে বাবাকে খুন করল এক যুবক। আজ সকালে চোপড়া থানার কংগ্রেস কলোনির রমাবতি চা বাগানে ঘটনাটি ঘটে। মৃতের নাম ভাদু বরাই(৬৪)। ঘটনার পর অভিযুক্ত সন্তোষ বরাইকে হাত-পা বেঁধে ফেলে রাখেন গ্রামবাসীরা। পরে চোপড়া থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। তবে কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি। মৃতের পরিবারের অবশ্য দাবি, সন্তোষ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

চোপড়ার কাঁচাখালি এলাকার বাসিন্দা ভাদু বরাই। আজ সকালে প্রয়োজনে বাইরে বেরিয়েছিলেন তিনি। রমাবতি চা বাগান এলাকায় পৌঁছালে তাঁর মাথায় খেলার ব্যাট দিয়ে আঘাত করে সন্তোষ। ঘটনাস্থানেই মৃত্যু হয় ভাদুবাবুর। ঘটনাটি জানাজানি হতে গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে মারধর করেন। পরে তার হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ।

ভাদু বরাইয়ের মেয়ে রুনি বলেন, "আমি দূর থেকে দেখলাম বাবাকে ভাই ব্যাট দিয়ে মাথায় আঘাত করছে। কয়েকদিন আগে ভাই মানসিক ভারসাম্য হারিয়েছে।"

চা বাগানের ম্যানেজার মৃন্ময় কুণ্ডু বলেন, "সন্তোষ এখানে প্রায় দু'বছর ধরে কাজ করত। বাবার চাকরিটাই ছেলে করছিল। তিনদিন ধরে ছেলেটা কাজে আসছিল না। ও যে মানসিক ভারসাম্যহীন ছিল তা আমাদের জানা ছিল না।"

রায়গঞ্জ, ১৭ মার্চ : ব্যাট দিয়ে মাথায় আঘাত করে বাবাকে খুন করল এক যুবক। আজ সকালে চোপড়া থানার কংগ্রেস কলোনির রমাবতি চা বাগানে ঘটনাটি ঘটে। মৃতের নাম ভাদু বরাই(৬৪)। ঘটনার পর অভিযুক্ত সন্তোষ বরাইকে হাত-পা বেঁধে ফেলে রাখেন গ্রামবাসীরা। পরে চোপড়া থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। তবে কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি। মৃতের পরিবারের অবশ্য দাবি, সন্তোষ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

চোপড়ার কাঁচাখালি এলাকার বাসিন্দা ভাদু বরাই। আজ সকালে প্রয়োজনে বাইরে বেরিয়েছিলেন তিনি। রমাবতি চা বাগান এলাকায় পৌঁছালে তাঁর মাথায় খেলার ব্যাট দিয়ে আঘাত করে সন্তোষ। ঘটনাস্থানেই মৃত্যু হয় ভাদুবাবুর। ঘটনাটি জানাজানি হতে গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে মারধর করেন। পরে তার হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ।

ভাদু বরাইয়ের মেয়ে রুনি বলেন, "আমি দূর থেকে দেখলাম বাবাকে ভাই ব্যাট দিয়ে মাথায় আঘাত করছে। কয়েকদিন আগে ভাই মানসিক ভারসাম্য হারিয়েছে।"

চা বাগানের ম্যানেজার মৃন্ময় কুণ্ডু বলেন, "সন্তোষ এখানে প্রায় দু'বছর ধরে কাজ করত। বাবার চাকরিটাই ছেলে করছিল। তিনদিন ধরে ছেলেটা কাজে আসছিল না। ও যে মানসিক ভারসাম্যহীন ছিল তা আমাদের জানা ছিল না।"

AP Video Delivery Log - 0600 GMT ENTERTAINMENT
Sunday, 17 March, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last 6 hours. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1725: US IL Chicago Green River AP Clients Only 4201270
Chicago River dyed green for St. Patrick's day
AP-APTN-1712: Russia Skiing AP Clients Only 4201269
Swimwear-clad skiers take to slopes near Sochi
AP-APTN-1618: Hong Kong K Pop fan reax Content has significant restrictions, see script for details 4201259
Fans feel that their K-Pop idols have failed them
AP-APTN-1604: Hong Kong Park Bo Gum Content has significant restrictions, see script for details 4201258
K-Pop idol Park Bo-gum is hoping for world peace
AP-APTN-1547: UK Royal Brewery Opening Content has significant restrictions, see script for details 4201256
Duke of Cambridge opens the Brains brewery in Cardiff
AP-APTN-1547: Hong Kong Park Bo gum-gum Content has significant restrictions, see script for details 4201246
K-Pop idol Park Bo-gum is hoping for world peace
AP-APTN-1040: US Mrs Maisel Paleyfest Content has significant restrictions, see script for details 4201211
'Mrs. Maisel' cast discusses critical backlash, pay hikes, global popularity -- but offers nothing about upcoming season
AP-APTN-1040: US DC Ginsburg Birthday Content has significant restrictions, see script for details 4201225
Justice Ginsburg fans do planks for her birthday
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.