রায়গঞ্জ, 13 জুলাই : দলীয় বিধায়কের মৃত্যুর পিছনে CPI(M) ও তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেন উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ৷ সেই অভিযোগ খারিজ করে দিয়েছে দু'দলই ৷ এই মৃত্যুর পিছনে তাদের হাত নেই বলে জানিয়েছে তারা ৷
আজ সকালে রায়গঞ্জের হেমতাবাদে BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের বারান্দায় দেহটি ঝুলতে দেখেন কয়েকজন ৷ এরপরই তাঁকে খুন করা হয়েছে বলে দলের তরফে অভিযোগ করা হয়েছে ৷ খুনের পিছনে তৃণমূল ও CPI(M)-র হাত রয়েছে বলেও অভিযোগ করেছেন জেলা BJP সভাপতি ৷
বিশ্বজিৎ লাহিড়ি দুই দলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "দেবেন্দ্রবাবুকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর পিছনে তৃণমূল বা CPI(M)-রও হাত থাকতে পারে ৷ আমার তো মনে হয়, তৃণমূলের হাত রয়েছেই ৷"
অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের কনভেনার বুদ্ধদেব বর্মণ ৷ বলেন, "এই খুনের পিছনে তৃণমূলের কোনও হাত নেই ৷ তবে তাঁর খুনের পিছনে অন্য রহস্য রয়েছে ৷ দেবেন্দ্রবাবু সব সময় মানুষের পাশে থেকে উপকার করতেন ৷ প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ৷" অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় CPI(M) নেতা ভূপেন বর্মণও ৷ তিনি বলেন, "কাউকে খুন করে দলকে বড় করতে চাই না ৷ CPI(M) মানুষকে বুঝিয়ে দলে নিয়ে আসে ৷ খুন করে না ৷"
বিধায়ক খুনের ঘটনায় আগামীকাল 12 ঘণ্টা জেলা বনধের ডাক দিয়েছে BJP ৷ বিশ্বজিৎবাবু জানিয়েছেন, "আগামীকাল উত্তর দিনাজপুর 12 ঘণ্টা বনধের ডাক দিচ্ছি ৷ এই হত্যার বিরুদ্ধে এই বনধ হবে ৷ পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলা সভাপতিদের সঙ্গেও কথা বলব তাঁরাও যাতে কিছু ব্যবস্থা নেন ৷"