রায়গঞ্জ, 7 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে লকডাউন সফল করতে ও মানুষকে সচেতন করতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জের 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত । গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত কুমার দাস এই উদ্যোগ নেন ।
পঞ্চায়েতের কর্মীদের নিয়ে গ্রামের বিভিন্ন এলাকার রাস্তার ধারের দেওয়াল, স্কুল বিল্ডিংয়ের বাইরের দেওয়ালো রং করে তাতে কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের সচেতনতামূলক বার্তা লেখা হয়েছে তৃণমূলের তরফে । গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা । দেওয়াল লিখনের বার্তায় উল্লেখ রয়েছে সামাজিক দূরত্ব বজার রাখার । আতঙ্কিত না হয়ে বাড়িতে থেকে সুস্থ থাকার বার্তা দেওয়া হয়েছে ।
প্রতিটি গ্রামেই রাস্তার ধারে দেওয়ালের গায়ে লেখা হয়েছে, "আতঙ্ক ছড়াবেন না, সতর্ক থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ।" পাশাপাশি লাল রং দিয়ে লেখা "লকডাউন মেনে চলুন ।" কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত কুমার দাস বলেন, "কোরোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনই একমাত্র উপায় । সাধারণ মানুষকে সচেতন করতে তাই মুখে প্রচারের পাশাপাশি দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করা হয়েছে ।