ETV Bharat / state

এলাকায় দল হারায় বিতর্কিত পোস্ট তৃণমূল কাউন্সিলরের - ফেসবুক পোস্ট

তাঁর এলাকায় বিজেপির কাছে ভোটে হেরেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ আর সেই কারণেই আজব নিদান জারি করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ সরকার ৷ এলাকাবাসীকে সাফ জানিয়ে দিয়েছেন, এবার থেকে বিপদে পড়লে আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে যেন না আসেন তাঁরা ৷ যা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক ৷

wb_ndin_01_tmc_counselor_facebook_post_contro_wb10021
এলাকায় দল হারায় বিতর্কিত পোস্ট তৃণমূল কাউন্সিলরের
author img

By

Published : May 5, 2021, 7:46 PM IST

রায়গঞ্জ, 5 মে : ‘‘যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁরা আর কোনওদিন কোনও সুযোগ সুবিধা নিতে আসবেন না ৷’’ ফেসবুকে কার্যত এমনই নিদান দিয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ সরকার ৷ এমনকি তাঁর বাড়িতে ওয়ার্ডেরই এক দুস্থ বাসিন্দা সাহায্য চাইতে এলে তাঁকে বিজেপি পার্টি অফিসে যেতে বলেন তিনি ! প্রসেনজিৎ সরকারের এমন আচরণে ক্ষুব্ধ এলাকার মানুষ ৷

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর ৷ প্রসেনজিৎ বলেন, ‘‘সারা বছর এলাকার মানুষকে পরিষেবা দিয়ে এসেছি ৷ সরকারি সমস্ত সুবিধা দেওয়া হয়েছে ৷ অথচ তাঁরা ভোট দিয়ে রায়গঞ্জ বিধানসভায় বিজেপিকে জিতিয়েছেন ৷ আর সেই কারণেই তাঁদের কাছে আমার আবেদন, আর যেন তাঁরা কোনও সুযোগ সুবিধা নিতে আমার কাছে না আসেন ৷’’

wb_ndin_01_tmc_counselor_facebook_post_contro_wb10021
তৃণমূল কাউন্সিলরের এই ফেসবুক পোস্ট ঘিরেই শুরু বিতর্ক ৷

এবারের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কাছে 20 হাজার 748 ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল ৷ তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার 27 টি ওয়ার্ডেই রয়েছেন তৃণমূলের কাউন্সিলর ৷ অথচ ভোট গননার পরে সেই রায়গঞ্জ পুরসভা এলাকাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে 9 হাজার 945 ভোটে পিছিয়ে ছিলেন ৷

রায়গঞ্জ পুরসভার 27 নম্বর ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল 275 ভোটে বিজেপি প্রার্থীর চেয়ে পিছিয়ে ছিলেন ৷ এরপরই 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রসেনজিৎ সরকার তাঁর নিজের ফেসবুক অ্য়াকাউন্টের ওয়ালে পোস্ট করেন, ‘‘রায়গঞ্জে যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁরা বিপদে (পড়লে) কোনও তৃণমূল কর্মীর কাছে আসবেন না। যদি আপনাদের মনুষ্যত্ব থাকে ৷’’ এমনকি কাউন্সিলর নিজের বাড়ির সামনেও এই মর্মে পোস্টার সাঁটেন ৷ পরে অবশ্য সেটি খুলে ফেলে দেন তিনি ৷

আরও পড়ুন : সোনারপুরে হিংসা বন্ধের আবেদন অঞ্জনা-লাভলীর

পুরসভার একজন জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ডের বাসিন্দাদের উদ্দেশ্যে তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ সরকারের এই আচরণে তৈরি হয়েছে বিতর্ক ৷ যদিও প্রসেনজিৎ নিজে এতে দোষের কিছু দেখছেন না !

রায়গঞ্জ, 5 মে : ‘‘যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁরা আর কোনওদিন কোনও সুযোগ সুবিধা নিতে আসবেন না ৷’’ ফেসবুকে কার্যত এমনই নিদান দিয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ সরকার ৷ এমনকি তাঁর বাড়িতে ওয়ার্ডেরই এক দুস্থ বাসিন্দা সাহায্য চাইতে এলে তাঁকে বিজেপি পার্টি অফিসে যেতে বলেন তিনি ! প্রসেনজিৎ সরকারের এমন আচরণে ক্ষুব্ধ এলাকার মানুষ ৷

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর ৷ প্রসেনজিৎ বলেন, ‘‘সারা বছর এলাকার মানুষকে পরিষেবা দিয়ে এসেছি ৷ সরকারি সমস্ত সুবিধা দেওয়া হয়েছে ৷ অথচ তাঁরা ভোট দিয়ে রায়গঞ্জ বিধানসভায় বিজেপিকে জিতিয়েছেন ৷ আর সেই কারণেই তাঁদের কাছে আমার আবেদন, আর যেন তাঁরা কোনও সুযোগ সুবিধা নিতে আমার কাছে না আসেন ৷’’

wb_ndin_01_tmc_counselor_facebook_post_contro_wb10021
তৃণমূল কাউন্সিলরের এই ফেসবুক পোস্ট ঘিরেই শুরু বিতর্ক ৷

এবারের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কাছে 20 হাজার 748 ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল ৷ তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার 27 টি ওয়ার্ডেই রয়েছেন তৃণমূলের কাউন্সিলর ৷ অথচ ভোট গননার পরে সেই রায়গঞ্জ পুরসভা এলাকাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে 9 হাজার 945 ভোটে পিছিয়ে ছিলেন ৷

রায়গঞ্জ পুরসভার 27 নম্বর ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল 275 ভোটে বিজেপি প্রার্থীর চেয়ে পিছিয়ে ছিলেন ৷ এরপরই 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রসেনজিৎ সরকার তাঁর নিজের ফেসবুক অ্য়াকাউন্টের ওয়ালে পোস্ট করেন, ‘‘রায়গঞ্জে যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁরা বিপদে (পড়লে) কোনও তৃণমূল কর্মীর কাছে আসবেন না। যদি আপনাদের মনুষ্যত্ব থাকে ৷’’ এমনকি কাউন্সিলর নিজের বাড়ির সামনেও এই মর্মে পোস্টার সাঁটেন ৷ পরে অবশ্য সেটি খুলে ফেলে দেন তিনি ৷

আরও পড়ুন : সোনারপুরে হিংসা বন্ধের আবেদন অঞ্জনা-লাভলীর

পুরসভার একজন জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ডের বাসিন্দাদের উদ্দেশ্যে তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ সরকারের এই আচরণে তৈরি হয়েছে বিতর্ক ৷ যদিও প্রসেনজিৎ নিজে এতে দোষের কিছু দেখছেন না !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.