ETV Bharat / state

রায়গঞ্জ থানার অদূরে দোকানে চুরি - রায়গঞ্জে চুরির ঘটনা

কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । দোকানপাট বন্ধ । মালপত্র মিলিয়ে দেখার জন্য দোকানে এসেছিলেন প্রবীর পোদ্দার । তখনই দেখেন দোকানের তালা ভাঙা । চুরি হয়েছে লক্ষাধিক টাকার জিনিস ।

aa
raiganj
author img

By

Published : May 14, 2020, 1:40 PM IST

রায়গঞ্জ, 14 মে: রায়গঞ্জ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ইলেক্ট্রনিক্সের দোকানে চুরি। গতকাল ঘটনাটি ঘটে রায়গঞ্জের উকিলপাড়ার টাউন ক্লাবের মাঠ সংলগ্ন এলাকায় । দোকানের কিছু সামগ্রী চুরি হয়েছে ।

কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । দোকানপাট বন্ধ । বিক্রি-বাটরার জন্য সারাদিন না খুললেও দোকান মালিকরা একবার দোকানের মালপত্র মিলিয়ে দেখার জন্য আসেন । সেই রকমই আজ দোকানে এসেছিলেন মালিক প্রবীর পোদ্দার । এসে দেখেন, তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । খোয়া গেছে প্রচুর সামগ্রী ।

খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় । প্রাথমিকভাবে প্রবীরবাবু অনুমান, প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার জিনিস চুরি হয়েছে । রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

রায়গঞ্জ, 14 মে: রায়গঞ্জ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ইলেক্ট্রনিক্সের দোকানে চুরি। গতকাল ঘটনাটি ঘটে রায়গঞ্জের উকিলপাড়ার টাউন ক্লাবের মাঠ সংলগ্ন এলাকায় । দোকানের কিছু সামগ্রী চুরি হয়েছে ।

কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । দোকানপাট বন্ধ । বিক্রি-বাটরার জন্য সারাদিন না খুললেও দোকান মালিকরা একবার দোকানের মালপত্র মিলিয়ে দেখার জন্য আসেন । সেই রকমই আজ দোকানে এসেছিলেন মালিক প্রবীর পোদ্দার । এসে দেখেন, তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । খোয়া গেছে প্রচুর সামগ্রী ।

খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় । প্রাথমিকভাবে প্রবীরবাবু অনুমান, প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার জিনিস চুরি হয়েছে । রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.