রায়গঞ্জ, 13 মে: গত 24 ঘণ্টায় উত্তর দিনাজপুরে সামান্য কমল মৃত্যুর সংখ্যা ৷ স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, যা পরিস্থিতি তাতে আপাতত জেলায় অক্সিজেনের অভাব হবে না ৷ এই অবস্থায় গোটা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও পরিস্থিতি ঘোরালো হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ-প্রশাসন ৷
রায়গঞ্জ পুর প্রশাসন ইতিমধ্যেই সংক্রমণ রোধে বেশকিছু পদক্ষেপ করেছে । আংশিক লকডাউন কার্যকরী করতে প্রতিদিনই আসরে নামছে পুলিশ-প্রশাসনও । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিকচন্দ্র মণ্ডল জানান, জেলায় সরকারি ও সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোমে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে । জেলায় মোট শয্যা রয়েছে 586টি । বর্তমানে রোগী ভর্তি রয়েছেন 373 জন ।
স্বাস্থ্য আধিকারিক আরও জানিয়েছেন, জেলায় এই মুহূর্তে অক্সিজেনের অভাব নেই ৷ গত 24 ঘণ্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 189 জন ৷ মৃত্যু হয়েছে একজনের । তবে উল্লেখযোগ্য ভাবে সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে । গত 24 ঘণ্টায় 286 জন মানুষ করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে রায়গঞ্জ শহরে আংশিক লকডাউন সফল করতে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে ৷ পাশাপাশি তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণের কাছে সচেতনতার বার্তা প্রচার করে চলেছেন ।
আরও পড়ুন: দেশে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে 3.62 লাখ, মৃত চার হাজারের উপরেই