ETV Bharat / state

বাঁশের ডালি, কুলোর দাম কমায় হতাশ হস্তশিল্পীরা

জামাই ষষ্ঠীতে বাঁশের ডালি,কুলোর দাম না থাকায় চরম সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বৈদল গ্রামের বাসিন্দারা। বর্তমান পরিস্থিতিতে রাজ্যে চলছে লকডাউন তাই বলবৎ হয়েছে নানা বিধিনিষেধ। পেট চালাতে গিয়ে অল্প কিছু সামগ্রী তৈরি করে হাটে বাজারে নিয়ে বিক্রি করতে গেলেও তার দাম পাচ্ছেন না । সংসার চালানো নিয়ে অসহায়ে দিন কাটাচ্ছে এই মানুষগুলি ।

বাঁশের ডালি, কুলোর দাম কমায় চরম হতাশার মুখে হস্তশিল্পীরা
বাঁশের ডালি, কুলোর দাম কমায় চরম হতাশার মুখে হস্তশিল্পীরা
author img

By

Published : Jun 14, 2021, 10:21 PM IST

Updated : Jun 15, 2021, 3:21 PM IST

রায়গঞ্জ ,১৪ জুন : জামাই ষষ্ঠীতে বাঁশের ডালির, কুলোর দাম না থাকায় চরম সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বৈদল গ্রামের বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বৈদল গ্রামে বৈশ্য সম্প্রদায়ের বসবাস। এই এলাকার বাসিন্দারা বাঁশের ডালি,কুলো বানিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সারা বছর ধরেই তারা ডালি, কুলো তৈরি করেন। উৎসব অনুষ্ঠান গুলোতে তাদের দিন রাত কাজ করতে হয় তখন বিক্রি-বাটাও বেশি হয় ।

কিন্তু গত বছর থেকে করোনা মহামারী সারা পৃথিবীর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যে চলছে লকডাউন তাই লাগু হয়েছে নানা বিধিনিষেধ । সরকারি নির্দেশ সমস্ত ধরনের আচার অনুষ্ঠান বন্ধ হয়ে আছে। আর তা বন্ধ থাকার কারণে ডালি,কুলার চাহিদাও একলাফে অনেকটাই কমে গেছে। তাই এই ব্যাবসায় সব চাইতে বেশি প্রভাব পড়েছে । পেট চালাতে গিয়ে অল্প কিছু সামগ্রী তৈরি করে হাটে বাজারে নিয়ে বিক্রি করতে গেলেও তার দাম পাচ্ছেন না। অন্যদিকে বাঁশের দাম বাড়লেও দাম কমে গেছে ডালি, কুলোর। ফলে খাওয়া-দাওয়া সংসার চালানো নিয়ে অসহায়ে দিন কাটাচ্ছেন এই মানুষগুলি ।

বাঁশের ডালি, কুলোর দাম কমায় হতাশ হস্তশিল্পীরা

আরও পড়ুন...Maize cultivation : লকডাউন তার উপর অতিবৃষ্টি, ব্যাপক ক্ষতির মুখে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষ

আগামী ১৬ জুন জামাই ষষ্ঠী। সম্প্রতি করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় বৈশ্য পাড়ার শিল্পীরা কিছুটা আশার আলোর দেখেছিলেন। কিন্তু করোনা সংক্রমণ কিছুটা কমলেও মানুষের মনে এখনও আতঙ্ক কাটেনি। ফলে গতবারের মত এবারেও জামাই ষষ্ঠীতে মাতছে না সাধারণ মানুষ। এবারেও শ্বাশুড়িরা অল্প করে জামাই ষষ্ঠী সারতে চাইছে । কোনও রকমে জামাই ষষ্ঠী পালন হবে বলেই ডালি, কুলোর চাহিদা নেই বললেই চলে। এবারেও জামাই ষষ্ঠীতে ডালি, কুলোর বাজার না থাকায় চরম হতাশ হয়ে পড়েছেন বৈশ্যপাড়ার শিল্পীরা।

রায়গঞ্জ ,১৪ জুন : জামাই ষষ্ঠীতে বাঁশের ডালির, কুলোর দাম না থাকায় চরম সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বৈদল গ্রামের বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বৈদল গ্রামে বৈশ্য সম্প্রদায়ের বসবাস। এই এলাকার বাসিন্দারা বাঁশের ডালি,কুলো বানিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সারা বছর ধরেই তারা ডালি, কুলো তৈরি করেন। উৎসব অনুষ্ঠান গুলোতে তাদের দিন রাত কাজ করতে হয় তখন বিক্রি-বাটাও বেশি হয় ।

কিন্তু গত বছর থেকে করোনা মহামারী সারা পৃথিবীর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যে চলছে লকডাউন তাই লাগু হয়েছে নানা বিধিনিষেধ । সরকারি নির্দেশ সমস্ত ধরনের আচার অনুষ্ঠান বন্ধ হয়ে আছে। আর তা বন্ধ থাকার কারণে ডালি,কুলার চাহিদাও একলাফে অনেকটাই কমে গেছে। তাই এই ব্যাবসায় সব চাইতে বেশি প্রভাব পড়েছে । পেট চালাতে গিয়ে অল্প কিছু সামগ্রী তৈরি করে হাটে বাজারে নিয়ে বিক্রি করতে গেলেও তার দাম পাচ্ছেন না। অন্যদিকে বাঁশের দাম বাড়লেও দাম কমে গেছে ডালি, কুলোর। ফলে খাওয়া-দাওয়া সংসার চালানো নিয়ে অসহায়ে দিন কাটাচ্ছেন এই মানুষগুলি ।

বাঁশের ডালি, কুলোর দাম কমায় হতাশ হস্তশিল্পীরা

আরও পড়ুন...Maize cultivation : লকডাউন তার উপর অতিবৃষ্টি, ব্যাপক ক্ষতির মুখে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষ

আগামী ১৬ জুন জামাই ষষ্ঠী। সম্প্রতি করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় বৈশ্য পাড়ার শিল্পীরা কিছুটা আশার আলোর দেখেছিলেন। কিন্তু করোনা সংক্রমণ কিছুটা কমলেও মানুষের মনে এখনও আতঙ্ক কাটেনি। ফলে গতবারের মত এবারেও জামাই ষষ্ঠীতে মাতছে না সাধারণ মানুষ। এবারেও শ্বাশুড়িরা অল্প করে জামাই ষষ্ঠী সারতে চাইছে । কোনও রকমে জামাই ষষ্ঠী পালন হবে বলেই ডালি, কুলোর চাহিদা নেই বললেই চলে। এবারেও জামাই ষষ্ঠীতে ডালি, কুলোর বাজার না থাকায় চরম হতাশ হয়ে পড়েছেন বৈশ্যপাড়ার শিল্পীরা।

Last Updated : Jun 15, 2021, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.