রায়গঞ্জ, 25 মার্চ : "যারা পাহাড়ে আমাদের ক্যাবিনেট মিটিং ভেস্তে দিয়েছিল,তারা আজ আর মানুষের মধ্যে নেই। তারা শুধু গোপন জায়গা থেকে সোশাল মিডিয়ায় লাইভ করে আওয়াজ দিচ্ছে।" নাম না করে বিমল গুরুং, রোশন গিরিকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
গতকাল চোপড়ায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী অমর রাইয়ের নির্বাচনী সভা ছিল। এই সভা থেকে শুভেন্দুবাবু বলেন, "17 সালের জুলাই মাসে আমরা পাহাড়ে ক্যাবিনেট মিটিং করতে গেছিলাম। সেদিন আমাদের ৩০ জনের বেশি ক্যাবিনেট মন্ত্রীকে ও মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, যেভাবে একজন পুলিশ আধিকারিককে খুন করা হয়েছিল, যেভাবে সরকারি সম্পত্তি পুড়িয়ে দিয়েছিল, তারা আজ পাহাড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা কেবলমাত্র গোপন জায়গা থেকে সোশাল মিডিয়ায় লাইভ করে আওয়াজ দিচ্ছে। কিন্তু তারা মানুষের কাছে নেই।" আলুওয়ালিয়াকে আক্রমণ করে তিনি বলেন, "আজকে সাংসদ হওয়ার পর একটা বিদ্যালয়, একটা মাদ্রাসা, একটা নলকূপের পাইপও কোথাও পোঁতেননি। "
তিনি আরও বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী সব ধর্ম, সব ভাষা, সব জাত, সব সম্প্রদায়ের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রী বলেছিলেন নোটবন্দী হলে উগ্রপন্থা খতম হবে। উগ্রপন্থা যদি খতম হয়ে থাকত তাহলে আমাদের 40 জন বীর জওয়ান শহিদ হতেন না। কার বাড়িতে কী মাংস আছে তা RSS বা গেরুয়ার লোকেরা জানতে পেরে যায়। কিন্তু 300 কেজি RDX আমার ভারতমাতার বীর সন্তানদের ভারতবর্ষের ভিতরে উড়িয়ে দিয়ে চলে গেল। এদের সরকার জানতে পারল না? তাই বলি দেশ রক্ষা করতে গেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই আসন তুলে দিতে হবে।"