ETV Bharat / state

স্কুলে খিচুড়ি খেয়ে অসুস্থ 40 পড়ুয়া - অসুস্থ পড়ুয়া

সরস্বতী পুজো উপলক্ষ্যে রায়গঞ্জের ইটাহারের মারনাই হাইস্কুলে সোমবার খিচুড়ি খাওয়ানো হয় ৷ গতকাল থেকে অসুস্থ বোধ করে কয়েকজন পড়ুয়া ৷ আজ সকালে অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷

north dinajpur students hospitalized
হাসপাতালে চিকিৎসাধীন পড়ুয়ারা
author img

By

Published : Feb 12, 2020, 10:43 PM IST

রায়গঞ্জ, 12 ফেব্রুয়ারি : স্কুলের খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ল 40 জন ছাত্র-ছাত্রী ৷ উত্তর দিনাজপুরের ইটাহারের মারনাই এলাকার ঘটনা ৷ অসুস্থদের ইটাহার গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা পরিচ্ছন্নতা বজায় রেখেই খাবার তৈরি করেছিল ৷ প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা ৷

সরস্বতী পুজো উপলক্ষ্যে স্কুলে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ল 40 জন ছাত্র-ছাত্রী ৷ উত্তর দিনাজপুরের ইটাহারের মারনাই হাইস্কুলে সরস্বতী পুজোর কয়েকদিন পরে খাওয়ানোর রীতি প্রচলিত ৷ সেইমতো সোমবার ছাত্র-ছাত্রীদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয় ৷ খিচুড়ি খাওয়ার পর কেউ অসুস্থ হয়নি ৷ কিন্তু অভিভাবকদের দাবি, পরের দিন অর্থাৎ গতকাল থেকে কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে ৷ আজ সকালে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ অভিভাবকদের দাবি, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের সংখ্যা কম ৷ তাই এতজনকে চিকিৎসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে ৷

স্কুল কর্তৃপক্ষের দাবি, পরিষ্কার করেই খিচুড়ি তৈরি হয়েছিল ৷ দেড় হাজার ছাত্র-ছাত্রী ওইদিন খিচুড়ি খেয়েছে ৷ তাদের মধ্যে মাত্র 40জন অসুস্থ হয়েছে ৷ তাই খিচুড়ি খেয়েই পড়ুয়ারা অসুস্থ হয়েছে কি না তা তারা খতিয়ে দেখছে ৷

রায়গঞ্জ, 12 ফেব্রুয়ারি : স্কুলের খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ল 40 জন ছাত্র-ছাত্রী ৷ উত্তর দিনাজপুরের ইটাহারের মারনাই এলাকার ঘটনা ৷ অসুস্থদের ইটাহার গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা পরিচ্ছন্নতা বজায় রেখেই খাবার তৈরি করেছিল ৷ প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা ৷

সরস্বতী পুজো উপলক্ষ্যে স্কুলে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ল 40 জন ছাত্র-ছাত্রী ৷ উত্তর দিনাজপুরের ইটাহারের মারনাই হাইস্কুলে সরস্বতী পুজোর কয়েকদিন পরে খাওয়ানোর রীতি প্রচলিত ৷ সেইমতো সোমবার ছাত্র-ছাত্রীদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয় ৷ খিচুড়ি খাওয়ার পর কেউ অসুস্থ হয়নি ৷ কিন্তু অভিভাবকদের দাবি, পরের দিন অর্থাৎ গতকাল থেকে কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে ৷ আজ সকালে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ অভিভাবকদের দাবি, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের সংখ্যা কম ৷ তাই এতজনকে চিকিৎসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে ৷

স্কুল কর্তৃপক্ষের দাবি, পরিষ্কার করেই খিচুড়ি তৈরি হয়েছিল ৷ দেড় হাজার ছাত্র-ছাত্রী ওইদিন খিচুড়ি খেয়েছে ৷ তাদের মধ্যে মাত্র 40জন অসুস্থ হয়েছে ৷ তাই খিচুড়ি খেয়েই পড়ুয়ারা অসুস্থ হয়েছে কি না তা তারা খতিয়ে দেখছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.