রায়গঞ্জ, 16 সেপ্টেম্বর: প্রিয় শিক্ষককে আবারও স্কুলে ফিরে আসুন। ঠিক আগের মতোই ক্লাস নিন। এমন দাবিকে সামনে রেখে আন্দোলনে নামল বিদ্যালয়ের পড়ুয়ারা। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও। আন্দোলনকে সমর্থন করেছেন শিক্ষা কর্মীরাও। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টাটু সিংহ স্মৃতি হাই স্কুলে।
স্থানীয়দের দাবি, বিজেপির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট শিক্ষক ভবেশ কর ৷ বছর দুয়েক আগে জেলায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় উত্তাল হয় উত্তর দিনাজপুর। এমনই আবহে একটি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হন ভবেশ। সম্প্রতি জেল থেকে বেরিয়ে শিক্ষকের কাজে যোগ দেন। কিন্তু তাঁকে হাজিরা খাতায় সই করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। স্কুলের পরিচালন সমিতির সদস্য থেকে শুরু করে প্রধান শিক্ষক-সহ বহিরাগত কিছু তৃণমূল কর্মী এই কাজ করেছেন বলে এলাকায় দাবি উঠেছে। এরপরই শুরু হয় আন্দোলন।
ঘটনার কথা জানাজানি হতেই পড়ুয়া থেকে অন্য শিক্ষক-শিক্ষিকারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ প্রতিবাদে বৃহস্পতিবার স্কুল গেটের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন ওই শিক্ষক । শুক্রবার ওই শিক্ষককে নিগ্রহের প্রতিবাদে এবং আবারও তাঁকে বিদ্যালয়ে নিয়ে আসার দাবিতে ক্লাস বয়কটের সিদ্ধান্ত নেয় ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের এই দাবির পাশে দাঁড়িয়েছে ওই বিদ্যালয়েরই অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-সহ অশিক্ষক কর্মীরা।
তাঁদের দাবি, অবিলম্বে ওই শিক্ষককে কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হোক। তা না-হলে এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পড়ুয়া এবং সহকর্মীরা এভাবে পাশে এসে দাঁড়ানোয় স্বভাবতই খুশি ভবেশ কর। অন্যদিকে, গোটা ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার বারুই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পালটা তাঁর দাবি, গোটা ঘটনা কর্তৃপক্ষকে জানিয়ে যত দ্রুত সম্ভব আইনি নিয়ম মেনে ওই শিক্ষক যাতে নিজের কাজে ফিরতে পারেন সেই ব্যবস্থা করবেন।
আরও পড়ুন: শিক্ষককে স্কুল থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগে বিক্ষোভ