ETV Bharat / state

উত্তর দিনাজপুরে শুরু হল সরকারি ও বেসরকারি বাস পরিষেবা - বাস পরিষেবা

আজ থেকে রাজ্যে শুরু হয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা ৷ উত্তর দিনাজপুরের সরকারি ও বেসরকারি ডিপোগুলি থেকে বাস চলাচল শুরু হয়েছে ৷ আজ সকাল থেকেই শিলিগুড়ি, মালদা, বালুরঘাটে উদ্দেশে বাস ছাড়ে রায়গঞ্জের বাস ডিপো থেকে ৷

state and private bus services have started in North Dinajpur
উত্তর দিনাজপুরে শুরু হল সরকারি ও বেসরকারি বাস পরিষেবা
author img

By

Published : Jul 1, 2021, 2:46 PM IST

রায়গঞ্জ, 1 জুলাই : ব্যতিক্রমী ছবি উত্তর দিনাজপুরে ৷ সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসও আজ রাস্তায় নামল উত্তরের এই জেলায় ৷ সরকারের অনুমতি পাওয়ার পর আজ থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস-মিনিবাস চলাচল শুরু হল উত্তর দিনাজপুরে ৷ সেই সঙ্গে খুশির হাওয়া গণপরিবহণের সঙ্গে যুক্ত কর্মচারীদের ৷ রায়গঞ্জের সরকারি ও বেসরকারি বাস ডিপোগুলি থেকে শিলিগুড়ি, মালদা, বালুরঘাট সহ অন্যান্য জেলায় রওনা দেয় বাস ৷ তবে, কিছু কিছু ক্ষেত্রে সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে বেসরকারি বাসে অতিরিক্ত যাত্রী তুলতে দেখা যায় ৷

45 দিন পর আজ থেকে রাজ্যে ফের শুরু হয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা ৷ কিন্তু, কলকাতা ও দক্ষিণের জেলাগুলিতে বেসরকারি বাস নেই বললেই চলে ৷ তবে, উল্টো ছবি দেখা গেল উত্তর দিনাজপুরে ৷ সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসও চলছে উত্তর দিনাজপুরের সর্বত্র ৷ রুটির রুজির ব্যবস্থা চালু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি বাসচালক থেকে অন্যান্য বাসকর্মীরা ৷ তবে, ডিজেলের দাম দিনের পর দিন বাড়তে থাকায় কতদিন এভাবে টানা সম্ভব হবে, সেই প্রশ্ন ঘুরছে বাস মালিকদের মাথায় ৷

state and private bus services have started in North Dinajpur
উত্তর দিনাজপুরে বাসে 50 শতাংশের বেশি যাত্রী

আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

প্রশাসন 50 শতাংশ যাত্রী নিয়ে বাস নামানোর অনুমতি দিয়েছে ৷ সেখানে ডিজেলের দাম যে হারে বেড়ে চলেছে, তাতে কোনওমতে লাভের মুখ দেখা সম্ভব হবে না বলে জানাচ্ছেন বাস মালিকরা ৷ এ নিয়ে স্থানীয় সমাধান চেয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক ৷ তবে, বাস গ্যারেজ হয়ে পড়ে থাকলে, সেগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তার থেকে রাস্তায় বাস নামাতে পেরে খুশি মালিক সংগঠনগুলি ৷ অন্যদিকে, বাস-মিনিবাস পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষও ৷

রায়গঞ্জ, 1 জুলাই : ব্যতিক্রমী ছবি উত্তর দিনাজপুরে ৷ সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসও আজ রাস্তায় নামল উত্তরের এই জেলায় ৷ সরকারের অনুমতি পাওয়ার পর আজ থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস-মিনিবাস চলাচল শুরু হল উত্তর দিনাজপুরে ৷ সেই সঙ্গে খুশির হাওয়া গণপরিবহণের সঙ্গে যুক্ত কর্মচারীদের ৷ রায়গঞ্জের সরকারি ও বেসরকারি বাস ডিপোগুলি থেকে শিলিগুড়ি, মালদা, বালুরঘাট সহ অন্যান্য জেলায় রওনা দেয় বাস ৷ তবে, কিছু কিছু ক্ষেত্রে সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে বেসরকারি বাসে অতিরিক্ত যাত্রী তুলতে দেখা যায় ৷

45 দিন পর আজ থেকে রাজ্যে ফের শুরু হয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা ৷ কিন্তু, কলকাতা ও দক্ষিণের জেলাগুলিতে বেসরকারি বাস নেই বললেই চলে ৷ তবে, উল্টো ছবি দেখা গেল উত্তর দিনাজপুরে ৷ সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসও চলছে উত্তর দিনাজপুরের সর্বত্র ৷ রুটির রুজির ব্যবস্থা চালু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি বাসচালক থেকে অন্যান্য বাসকর্মীরা ৷ তবে, ডিজেলের দাম দিনের পর দিন বাড়তে থাকায় কতদিন এভাবে টানা সম্ভব হবে, সেই প্রশ্ন ঘুরছে বাস মালিকদের মাথায় ৷

state and private bus services have started in North Dinajpur
উত্তর দিনাজপুরে বাসে 50 শতাংশের বেশি যাত্রী

আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

প্রশাসন 50 শতাংশ যাত্রী নিয়ে বাস নামানোর অনুমতি দিয়েছে ৷ সেখানে ডিজেলের দাম যে হারে বেড়ে চলেছে, তাতে কোনওমতে লাভের মুখ দেখা সম্ভব হবে না বলে জানাচ্ছেন বাস মালিকরা ৷ এ নিয়ে স্থানীয় সমাধান চেয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক ৷ তবে, বাস গ্যারেজ হয়ে পড়ে থাকলে, সেগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তার থেকে রাস্তায় বাস নামাতে পেরে খুশি মালিক সংগঠনগুলি ৷ অন্যদিকে, বাস-মিনিবাস পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.