হায়দরাবাদ: নতুন বছরে ইতিহাস সৃষ্টির পথে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ আগামী 29 জানুয়ারি অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 100 তম স্যাটেলাইট উৎক্ষেপণে রেকর্ড গড়তে চলেছে ইসরো ৷ এমনটাই জানানো হয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সূত্রে ৷ GSLV-F15 NVS-02 মিশন চালু করার জন্য প্রস্তুতি শুরু করেছে ইসরো ৷
ইসরো প্রধানের পদে ভি নারায়ণন, 14 জানুয়ারি থেকে নতুন দায়িত্বে
ভারতীয় স্পেস রিসার্চ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, দেশীয় ক্রায়োজেনিক স্যাটেলাইট GSLV-F15 কে NVS-02 জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার কক্ষপথে স্থাপন করবে ৷ এই উৎক্ষেপণটি সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড (SLP) থেকে সম্পন্ন হবে ৷ ঘটনাক্রমে, NVS-01, সেকেন্ড জেনেরেশেন উপগ্রহগুলির মধ্যে প্রথম ৷ এর আগে 2023 সালের 29 মে GSLV-F12 উৎক্ষেপণ করা হয়েছিল ।
"NVS-02, NVS সিরিজের দ্বিতীয় উপগ্রহ, L1, L5 এবং S ব্যান্ডে নেভিগেশন পেলোডের সঙ্গে কনফিগার করা হয়েছে ৷ এই উপগ্রহের পূর্বসূরি-NVS-01-এর মতো C-ব্যান্ড রেঞ্জিং পেলোডের সঙ্গে থাকবে । এটি স্ট্যান্ডার্ড I-2K-তে কনফিগার করা হয়েছে ৷ এই উপগ্রহের ওজন 2,250 কেজি ৷ এবং 3 কিলোওয়াট পাওয়ার হ্যান্ডলিং-এর ক্ষমতা রয়েছে, প্ল্যাটফর্ম IRNSS-1E প্রতিস্থাপন করা হবে 111.75° পূর্বে ৷
ISRO তরফে জানানো হয়েছে, ভারতের নিজস্ব আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম হল নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন (NavIC) ৷ যা ভারতের ব্যবহারকারীদের পাশাপাশি ভারতের বাইরে প্রায় 1,500 কিলোমিটার অঞ্চল পর্যন্ত বিস্তৃত ৷ এটি সাধারণত সময়, অবস্থান ও গতি নির্ধারণে সাহায্য় করে ৷
ইসরোর তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, NVS-01/02/03/04/05 পরিষেবা নিশ্চিত করতে উন্নত বৈশিষ্ট্যগুলির সঙ্গে NavIC-এর বেস লেয়ার স্যাটেলাইটের রেঞ্জ বৃ্দ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ NVS-02 স্যাটেলাইটটি ইউআর স্যাটেলাইট সেন্টারে (ইউআরএসসি) অন্যান্য উপগ্রহ ডিজাইন তৈরিতে সাহায্য় করেছে ৷
তবে এই GSLV-F15 হল ভারতের জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV) এর 17 তম ফ্লাইট এবং দেশীয় ক্রিও স্টেজ-সহ 11 তম ফ্লাইট, ISRO জানিয়েছে। এটি একটি দেশীয় ক্রায়োজেনিক পর্যায় সহ GSLV-এর 8ম অপারেশনাল ফ্লাইট হতে চলেছে ৷