ETV Bharat / state

রায়গঞ্জে বাজার স্য়ানিটাইজ্ড করল রেড ভলান্টিয়ার্স - corona

রায়গঞ্জের মোহনবাটি বাজার স্য়ানিটাইজ্ড করলেন ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা ৷ তাঁদের দাবি, রায়গঞ্জ পৌরসভার তরফে এই কাজ করার কথা থাকলেও, সেটা করা হচ্ছে না ৷ তাই তাঁদেরই মাঠে নামতে হয়েছে ৷

red volunteers sanitizing market places of Raiganj
রায়গঞ্জে বাজার স্য়ানিটাইজ্ড করল রেড ভলান্টিয়ার্স
author img

By

Published : Jun 9, 2021, 7:26 PM IST

রায়গঞ্জ, 9 জুন : উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাজারগুলিতে স্য়ানিটাইজেশনের কাজ শুরু করলেন ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা ৷ তাঁদের দাবি, রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে এই কাজ করার কথা থাকলেও তা করা হচ্ছে না ৷ তাই মাঠে নামতে হয়েছে তাঁদেরই ৷ বুধবার ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা পিপিই কিট পরে রায়গঞ্জের মোহনবাটি বাজার স্য়ানিটাইজ্ড করেন ৷ রেড ভলেন্টিয়ার্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷

প্রসঙ্গত, রায়গঞ্জে কোভিড আক্রান্তদের দিকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রেড ভলান্টিয়ার্স ৷ করোনা আক্রান্তদের অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার, ওষুধ পৌঁছে দেওয়া, সবই করেছেন ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা ৷

আরও পড়ুন : এলাকা স্যানিটাইজ করে, খাবার পৌঁছে দিয়ে মানুষের পাশে ময়নাগুড়ির বিধায়ক

এদিন রায়গঞ্জের বৃহত্তম বাজার মোহনবাটির সবজি বাজার থেকে মাছ বাজার, সর্বত্রই জীবাণুনাশক স্প্রে ছড়ান ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা ৷ তাঁদের তরফে বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, ‘‘যে কাজ পৌরসভার করার কথা, সেটা তারা করছে না ৷ তাই ক্রেতা, বিক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখেই রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে গোটা মোহনবাটি বাজার স্যানিটাইজ্ড করা হল ৷’’

রায়গঞ্জ, 9 জুন : উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাজারগুলিতে স্য়ানিটাইজেশনের কাজ শুরু করলেন ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা ৷ তাঁদের দাবি, রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে এই কাজ করার কথা থাকলেও তা করা হচ্ছে না ৷ তাই মাঠে নামতে হয়েছে তাঁদেরই ৷ বুধবার ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা পিপিই কিট পরে রায়গঞ্জের মোহনবাটি বাজার স্য়ানিটাইজ্ড করেন ৷ রেড ভলেন্টিয়ার্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷

প্রসঙ্গত, রায়গঞ্জে কোভিড আক্রান্তদের দিকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রেড ভলান্টিয়ার্স ৷ করোনা আক্রান্তদের অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার, ওষুধ পৌঁছে দেওয়া, সবই করেছেন ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা ৷

আরও পড়ুন : এলাকা স্যানিটাইজ করে, খাবার পৌঁছে দিয়ে মানুষের পাশে ময়নাগুড়ির বিধায়ক

এদিন রায়গঞ্জের বৃহত্তম বাজার মোহনবাটির সবজি বাজার থেকে মাছ বাজার, সর্বত্রই জীবাণুনাশক স্প্রে ছড়ান ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা ৷ তাঁদের তরফে বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, ‘‘যে কাজ পৌরসভার করার কথা, সেটা তারা করছে না ৷ তাই ক্রেতা, বিক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখেই রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে গোটা মোহনবাটি বাজার স্যানিটাইজ্ড করা হল ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.