রায়গঞ্জ, 11 অক্টোবর : কোভিড সচেতনতায় দর্শনার্থীদের অনন্য পুজো উপহার দিল রায়গঞ্জের তুলসীতলার ‘সমাজ সেবক সংঘ’ ৷ পুজোমণ্ডপে কোভিশিল্ড টিকার শিশির মধ্যেই মা দশভূজা বিরাজ করছেন অভয় বাণী নিয়ে ৷ সাধারণ মানুষকে টিকাকরণ সম্পর্কে সচেতন করতে পুজোর মণ্ডপজুড়ে রয়েছে টিকাকরণ শিবির, সেফহোম-সহ কোভিড যোদ্ধাদের মডেল ৷ পুজো কমিটির কর্মকর্তাদের বক্তব্য, এখনও করোনার টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়, ভীতি রয়েছে ৷ সেই ভয় দূর করতেই মণ্ডপের সাজ-সজ্জায় টিকাকরণকেই ‘থিম’ হিসাবে ব্যবহার করা হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে ‘শপথ’ ৷
আরও পড়ুন : Durga Puja : পুজোয় চাঁদা দিচ্ছেন না উত্তরের চার জেলার বাস ও মিনিবাস মালিকরা
গতবার অতিমারির বাড়বাড়ন্তেও পুজোর আয়োজন করেছিল সমাজ সেবক সংঘ ৷ সেবার পুজোর থিম ছিল ‘অপেক্ষা’ ৷ কারণ, সেই সময় ঘরবন্দি মানুষ ‘তালাবন্দি’ জীবন থেকে মুক্তির ‘অপেক্ষা’ করছিলেন ৷ এবছর কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ করোনার ঢাল হিসাবে মানুষ পেয়েছে কোভিশিল্ড ও কোভ্যাকসিন টিকা ৷ তাই এবার মানুষকে টিকা নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের শপথ নিতে হবে ৷
আরও পড়ুন : Diamond Harbour Netaji Sangha : রজত জয়ন্তীতে ডায়মণ্ড হারবারের নেতাজী সংঘের চমক 'ত্রিগুণাত্নিকা'
এটা সমাজ সেবক সংঘের পুজোর 54 বছর ৷ তাঁদের পুজোর থিম মন কেড়েছে আমজনতার ৷ উদ্যোক্তারা জানিয়েছেন, যাবতীয় কোভিডবিধি মেনেই পুজোমণ্ডপ তৈরি করা হয়েছে ৷ মণ্ডপের ভিতরেও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছ ৷