রায়গঞ্জ, 23 ডিসেম্বর: প্রেমিকের ভালবাসাকে গর্ভে লালন করে ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন যুবতী (raiganj girl gives birth to boy child) ৷ কিন্তু পিতৃত্বের পরিচয় দিতে নারাজ প্রেমিক ৷ এই অবস্থায় সিঙ্গল মাদার হিসেবে সমাজের মান্ধাতার আমলের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে ওই যুবতীকে ৷ প্রিয়জন-প্রতিবেশীদের গঞ্জনায় আমল না দিয়ে সন্তানকে আগলে রেখেছেন 'কুমারী মা'(Raiganj single mother) ৷ আর সেই একরত্তির বাবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হওয়ায় তিনি এখন পলাতক ৷
রায়গঞ্জ এলাকার তপন বিশ্বাসের ছোট মেয়ের সঙ্গে রায়গঞ্জ থানার মহারাজার হাটখোলা এলাকার বাসিন্দা সনাতন দাসের সঙ্গে এক বছর আগে এক বিয়েবাড়িতে পরিচয় হয় । ধীরে ধীরে শুরু হয় প্রেম । বাড়ে ঘনিষ্ঠতা ৷ একে-অপরের বাড়িতে যাতায়াত শুরু হয় । দু'দিন আগে ওই যুবতী রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন । একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি ৷
আরও পড়ুন: Corona Vaccination: ছাত্রছাত্রীদের টিকাকরণ শুরু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে
তবে সেই সন্তানকে পিতৃত্বের পরিচয় দিতে অস্বীকার করেন বাবা সনাতন দাস । এরপর তাঁর বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার । অভিযোগ পাওয়ার পরে পুলিশ সনাতনের খোঁজে মহারাজার হাটখোলা এলাকায় যায় । তবে এই ঘটনার পর থেকেই পলাতক (lover absconded) অভিযুক্ত সনাতন দাস । তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ ।
আরও পড়ুন: Night Curfew : রায়গঞ্জে নাইট কার্ফুতে পুলিশি হানায় আটক মাস্কহীনরা
এদিকে, বিয়ের আগেই সন্তানের জন্ম দেওয়ায় ওই যুবতীকে পাড়া-প্রতিবেশীদের গঞ্জনার শিকার হতে হচ্ছে ৷ তবে সন্তানকে আগলে রেখে একা সবকিছুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ওই যুবতী ৷