ETV Bharat / state

Raiganj : শান্তিনিকেতনের পরিবেশে রায়গঞ্জে চলছে 'গাছতলায় পাঠশালা' - শিক্ষক-শিক্ষিকা

খোলা আকাশের নীচে গাছের ছায়ায় বসে মুক্ত পরিবেশে পাঠদান চলছে রায়গঞ্জে ৷ দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের যাদের অনলাইনে পড়াশোনা করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের নিয়েই 'গাছতলায় পাঠশালা' শুরু করেছেন প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ৷ পড়া শেষে শিক্ষকদের হাত থেকে উপহারও পাচ্ছে তারা ৷ এতে খুব আনন্দে ও উৎসাহে মন দিয়ে পড়াশোনা করছে বাচ্চারা ৷

Raiganj
গাছতলায় পাঠশালা
author img

By

Published : Sep 5, 2021, 6:28 PM IST

রায়গঞ্জ, 5 সেপ্টেম্বর : রবি ঠাকুরের শান্তিনিকেতনের ধাঁচেই মুক্ত পরিবেশে খুদেদের পঠন পাঠন শুরু করেছেন রায়গঞ্জের বেশকিছু প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা। নাম দেওয়া হয়েছে 'গাছতলায় পাঠশালা'। দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের যাদের অনলাইনে পড়াশোনা করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের নিয়েই এই 'গাছতলায় পাঠশালা' বসেছে রায়গঞ্জের বিভিন্ন গ্রামগঞ্জের মাঠে খোলা আকাশের নীচে গাছের ছায়ায়।

শিক্ষকরা নিজেদের অর্থেই কিনে আনছেন খাতা কলম ও টিফিন। পাঠদানের পাশাপাশি ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে বিলি করছেন সেগুলি। এজন্য খুব খুশি খুদে পড়ুয়ারা।

আরও পড়ুন : Duare Sarkar : ভিড় নিয়ন্ত্রণে শান্তিপুরে দুয়ারে সরকারে ‘মুখ্যমন্ত্রী’ ও ‘দেবী লক্ষ্মী’

দীর্ঘ দেড় বছর ধরে করোনার কারণে বন্ধ রয়েছে সমস্ত স্কুল-কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল বন্ধ থাকায় সবচেয়ে বেশি পড়াশোনার ক্ষতি হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। তুলনামূলকভাবে শহরের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস চালানো সম্ভব হলেও প্রত্যন্ত গ্রামগঞ্জের পরিবারের ছেলেমেয়েদের সেই সুযোগটুকু নেই । তাদের পরিবারের বাবা-মা পেটের তাগিদে কাজে চলে যান। পড়ুয়াদের পড়াশোনা দেখানোর মতো সময়ও তাঁদের নেই।

ফলে পড়াশোনা থেকে একেবারে দূরে চলে যাচ্ছিল প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। মূলত তাদের উদ্দেশ্যেই রায়গঞ্জ শহরের বেশকিছু প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই 'গাছতলায় পাঠশালা' কর্মসূচি চালু করেছেন। গ্রামের কোনও মাঠের গাছের তলায় সামাজিক দূরত্ব বিধি মেনে তাদের বসিয়ে পাঠদান করাচ্ছেন তাঁরা। গাছের সঙ্গে ব্ল্যাকবোর্ড টাঙিয়ে শ্রেণীকক্ষের মতোই পড়াচ্ছেন শিক্ষকেরা।

আরও পড়ুন : Teacher's Day : শিক্ষক-শিক্ষিকাদের ভালবাসায় লকডাউনে বন্ধ স্কুল সেজে উঠেছে নতুন রূপে

খোলা আকাশের নীচে গাছের ছায়ায় বসে মুক্ত পরিবেশে পাঠদান করে যেমন আনন্দ পাচ্ছেন পাঠশালার গুরুমশাইয়রা, তেমনি প্রবল উৎসাহের সঙ্গে মন দিয়ে শিখছেন শিষ্যরাও। পড়া শেষে শিক্ষকদের হাত থেকে উপহার পেয়ে খুশি গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের খুদে পড়ুয়ারা।

রায়গঞ্জ, 5 সেপ্টেম্বর : রবি ঠাকুরের শান্তিনিকেতনের ধাঁচেই মুক্ত পরিবেশে খুদেদের পঠন পাঠন শুরু করেছেন রায়গঞ্জের বেশকিছু প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা। নাম দেওয়া হয়েছে 'গাছতলায় পাঠশালা'। দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের যাদের অনলাইনে পড়াশোনা করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের নিয়েই এই 'গাছতলায় পাঠশালা' বসেছে রায়গঞ্জের বিভিন্ন গ্রামগঞ্জের মাঠে খোলা আকাশের নীচে গাছের ছায়ায়।

শিক্ষকরা নিজেদের অর্থেই কিনে আনছেন খাতা কলম ও টিফিন। পাঠদানের পাশাপাশি ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে বিলি করছেন সেগুলি। এজন্য খুব খুশি খুদে পড়ুয়ারা।

আরও পড়ুন : Duare Sarkar : ভিড় নিয়ন্ত্রণে শান্তিপুরে দুয়ারে সরকারে ‘মুখ্যমন্ত্রী’ ও ‘দেবী লক্ষ্মী’

দীর্ঘ দেড় বছর ধরে করোনার কারণে বন্ধ রয়েছে সমস্ত স্কুল-কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল বন্ধ থাকায় সবচেয়ে বেশি পড়াশোনার ক্ষতি হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। তুলনামূলকভাবে শহরের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস চালানো সম্ভব হলেও প্রত্যন্ত গ্রামগঞ্জের পরিবারের ছেলেমেয়েদের সেই সুযোগটুকু নেই । তাদের পরিবারের বাবা-মা পেটের তাগিদে কাজে চলে যান। পড়ুয়াদের পড়াশোনা দেখানোর মতো সময়ও তাঁদের নেই।

ফলে পড়াশোনা থেকে একেবারে দূরে চলে যাচ্ছিল প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। মূলত তাদের উদ্দেশ্যেই রায়গঞ্জ শহরের বেশকিছু প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই 'গাছতলায় পাঠশালা' কর্মসূচি চালু করেছেন। গ্রামের কোনও মাঠের গাছের তলায় সামাজিক দূরত্ব বিধি মেনে তাদের বসিয়ে পাঠদান করাচ্ছেন তাঁরা। গাছের সঙ্গে ব্ল্যাকবোর্ড টাঙিয়ে শ্রেণীকক্ষের মতোই পড়াচ্ছেন শিক্ষকেরা।

আরও পড়ুন : Teacher's Day : শিক্ষক-শিক্ষিকাদের ভালবাসায় লকডাউনে বন্ধ স্কুল সেজে উঠেছে নতুন রূপে

খোলা আকাশের নীচে গাছের ছায়ায় বসে মুক্ত পরিবেশে পাঠদান করে যেমন আনন্দ পাচ্ছেন পাঠশালার গুরুমশাইয়রা, তেমনি প্রবল উৎসাহের সঙ্গে মন দিয়ে শিখছেন শিষ্যরাও। পড়া শেষে শিক্ষকদের হাত থেকে উপহার পেয়ে খুশি গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের খুদে পড়ুয়ারা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.