রায়গঞ্জ, 10 জানুয়ারি : সবলা মেলার আমন্ত্রণ পত্রে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির নাম না থাকায় ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়ের নাম না থাকাকে রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন্দলই প্রকাশ্যে এসেছে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল ।
উত্তর দিনাজপুরের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের পরিচালনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কাল থেকে হেমতাবাদে অনুষ্ঠিত হতে চলেছে সবলা মেলা । হেমতাবাদ থানা প্রাঙ্গণ মাঠে আয়োজিত এই সবলার মেলার প্রস্তুতি জোরকদমে । সবলা মেলার আমন্ত্রণ পত্র বিলি করা হয়ে গিয়েছে । কিন্তু সেই আমন্ত্রণ পত্রে আশ্চর্যজনকভাবে নাম নেই তৃণমূল কংগ্রেস পরিচালিত হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়ের । মেলার উদ্বোধক হিসেবে থাকছেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, প্রধান অতিথি হিসেবে রয়েছেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, জেলার সবকটি তৃণমূল কংগ্রেসের বিধায়কের নামও রয়েছে আমন্ত্রণ পত্রে । এমনকী রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং ইসলামপুর পৌরসভার পৌরপ্রশাসক কানাইয়ালাল আগরওয়ালের নাম থাকলেও হেমতাবাদ ব্লকে অনুষ্ঠিত সবলা মেলায় হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়েরই নাম নেই ।
আরও পড়ুন : "দুর্ভাগ্য", দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে বললেন তৃণমূল নেতা
আমন্ত্রণ পত্রে নাম না থাকা প্রসঙ্গে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় বলেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক । যারাই এই আমন্ত্রণ পত্রের দায়িত্বে ছিলেন এটা ঠিক করেননি । তবে যদি এমন সরকারি গাইডলাইন থাকে যে প্রশাসনের জেলাস্তরের আধিকারিক, বিধায়ক এবং পৌরসভাগুলির চেয়ারম্যান ও পৌর প্রশাসকের নাম থাকবে তাহলে কিছুই বলার নেই । আর এমন সরকারি গাইডলাইন যদি না থাকে তাহলে বিষয়টি ঠিক হয়নি । এরপরেও তিনি সবলা মেলায় যাবেন কি না তা কিছু জানাননি ।