নয়াদিল্লি, 11 নভেম্বর: কানাডায় গ্রেফতার খালিস্তানি প্রধান অর্শদীপ সিং গিল ওরফে অর্শ ডাল্লা ৷ সূত্রের দাবি, কানাডার অন্টারিও প্রদেশে একটি গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছে কানাডার পুলিশ ৷ খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার পর তার সংগঠন খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) পরিচালনা করছিল অর্শ ৷
ভারত সরকার অর্শ ডাল্লাকে আগেই 'মোস্ট ওয়ান্টেড' ঘোষণা করেছিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে কানাডা সরকারের কাছে অনুরোধও করেছে ৷ সম্প্রতি, বিদেশমন্ত্রক যে খালিস্তানি জঙ্গিদের কানাডা থেকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল, তাদের মধ্যে অন্যতম এই অর্শ ডাল্লা ৷
কানাডার মিল্টনে 28 অক্টোবর গুলি চালনার একটি ঘটনা ঘটেছিল ৷ 29 অক্টোবর হালটন রিজিওনাল পুলিশ সার্ভিস (এইচআরপিএস) একটি বিবৃতি প্রকাশ করে ৷ ওই বিবৃতি অনুযায়ী, তদন্তে জানা গিয়েছে যে 2 জন আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছিল ৷ পুলিশ ধৃত 2 জনের পরিচয় প্রকাশ করেনি ৷ তবে জানিয়েছে, ধৃতরা জামিনের আবেদন করেছে ৷ সূত্রের দাবি, এই দুই ধৃতের মধ্যে একজন অর্শ ডাল্লা, যে খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) সংগঠন চালাচ্ছিল ৷
অর্শ ডাল্লা হরদীপ সিং নিজ্জরের সহযোগী ৷ গত বছরের জুনে নিজ্জর খুন হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে ওঠে ৷ নিজ্জরের পরবর্তিতে সেই খালিস্তান টাইগার ফোর্সকে (কেটিএফ) নেতৃত্ব দিচ্ছিল ৷
হালটন পুলিশ বিবৃতিতে জানিয়েছে, গত 28 অক্টোবর ভোরে গুয়েলফ পুলিশ এইচআরপিএস-এর সঙ্গে যোগাযোগ করেছিল ৷ গুয়েলফ-এর একটি হাসপাতালে দু'জন ব্য়ক্তি গিয়েছিল ৷ তাদের মধ্যে একজনের গুলি লাগলেও সেই ক্ষত তেমন গুরুতর নয় ৷ তাই তাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ হালটন এলাকাতেই সে গুলিবিদ্ধ হয় ৷ অন্যজনের শরীরে কোনও ক্ষত ছিল না ৷
এইচআরপিএস-এর প্রধান অপরাধ দমন ব্যুরো এই ঘটনার তদন্ত করছে ৷ ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ একজনের বয়স 25 বছর ৷ সে হালটন হিলস এলাকার বাসিন্দা ৷ অন্যজন সুরি ব্রিটিশ কলম্বিয়ায় থাকে এবং তার বয়স 28 বছর ৷ দু'জনের বিরুদ্ধেই ইচ্ছাকৃতভাবে গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷
এদিকে, পঞ্জাব পুলিশ জানিয়েছে, অর্শ ডাল্লার গ্যাংয়ের দুই বন্দুকবাজকে তারা গ্রেফতার করেছে ৷ গত মাসে মোহালির খারারে এক শিখ সমাজকর্মীর খুনের ঘটনায় তারা জড়িত ছিল বলে অভিযোগ ৷ ডিজিপি গৌরব যাদব এই প্রসঙ্গে বলেন, "রাজ্যের স্টেট স্পেশাল অপারেশন সেল, অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স এবং ফরিদকোট পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে ৷"
অর্শ ডাল্লার গ্যাংয়ের দু'জনের নাম অনমোলপ্রীত সিং ওরফে বিশাল এবং নভজ্যোত সিং ওরফে নীতু ৷ অনমোলপ্রীত বরনালার ভাদ্রোহের বাসিন্দা ৷ নভজ্যোত খারারের নিজ্জর রোডে থাকে ৷ রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী, গুরপ্রীত সিং হরি নাউকে খুনের দায়িত্ব অর্শ ডাল্লাই নভজ্যোতকে দিয়েছিল ৷ গুরপ্রীত সিং 'হরি নাউ টকস' নামের একটি ইউটিউব চ্যানেল চালাতেন ৷
অভিযুক্ত অর্শ ডাল্লার বিরুদ্ধে খুন, সন্ত্রাসী কার্যকলাপে আর্থিক সাহায্য দেওয়া এবং পঞ্জাবে তোলাবাজির অভিযোগও রয়েছে ৷ গত বছরের জানুয়ারিতে তাকে 'মোস্ট ওয়ান্টেড' ঘোষণা করে ভারত সরকার ৷ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) কাছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷