ETV Bharat / state

'বিজেপি বিধায়করা রোজ অভিষেকের সঙ্গে দেখা করছেন', দাবি ফিরহাদের - WB ASSEMBLY BYE ELECTIONS 2024

জমে উঠেছে তালডাংরা বিধানসভা উপনির্বাচনের আসর । তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সমর্থনে প্রচারে গিয়ে বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷

WB ASSEMBLY BYE ELECTIONS 2024
ফিরহাদ হাকিম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2024, 9:15 AM IST

তালডাংরা (বাঁকুড়া), 11 নভেম্বর: জমে উঠেছে তালডাংরা বিধানসভা উপনির্বাচনের আসর । আগামী 13 নভেম্বর নির্বাচন ৷ হাতে গোনা শেষ কয়েক ঘণ্টায় প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা ৷ এই আবহে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সমর্থনে প্রচার সারলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই সঙ্গে, বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বিস্ফোরক দাবি করলেন তিনি ৷ তাঁর কথায়, "বিজেপি বিধায়করা রোজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন ৷"

রবিবার সন্ধ্যায় দলের প্রার্থীর সমর্থনে ক্ষীরপাই গ্রামে একটি নির্বাচনী প্রচারের আয়োজন করে তৃণমূল ৷ প্রার্থী ও কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে প্রচারে যোগ দেন তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম ৷ মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ ফিরহাদ বলেন, "বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসন পেয়েছিল, যার মধ্যে অর্ধেক বিধায়ক পালিয়ে গিয়েছেন ৷ এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে 50 থেকে 60 জন বিধায়ক ঘুরে বেড়াচ্ছেন ৷ তার মধ্যে অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন রোজ ৷" ফিরহাদের দাবি, "বিজেপিতে থাকতে পারছেন না বলে মত অনেকের ৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন দরজা বন্ধ ৷"

বিজেপিকে আক্রমণ ফিরহাদের (ইটিভি ভারত)

এদিন, বিজেপির পাশাপাশি সিপিএম-কেও আক্রমণ করেন ফিরহাদ হাকিম ৷ তাঁর দাবি, "বিজেপির 'মদতদাতা' হিসেবে কাজ করছে সিপিএম-কংগ্রেস। কংগ্রেসের দিল্লির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সঙ্গে আছি' বললেও, এই রাজ্যে পুরো বিষয়টি উল্টো । যে অধীর নিজের বহরমপুরে জিততে পারেনি, সে নাকি বাংলা সামলাবেন ! সিপিএম-কংগ্রেস 'মীরজাফরের' ভূমিকা পালন করছে ।"

উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র শ্যামল সরকারকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তাঁকেই বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল ৷ ভোটে জিতে এই মুহূর্তে সাংসদ হয়েছেন বাঁকুড়া সাংঠনিক জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী । ফলে 13 নভেম্বর তাঁর ছেড়ে যাওয়া এই কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন।

পড়ুন: 'মেয়েদের সম্মান রক্ষায় ভেবেচিন্তে ভোট দিন', তালডাংরার প্রচারে বললেন সুকান্ত

তালডাংরা (বাঁকুড়া), 11 নভেম্বর: জমে উঠেছে তালডাংরা বিধানসভা উপনির্বাচনের আসর । আগামী 13 নভেম্বর নির্বাচন ৷ হাতে গোনা শেষ কয়েক ঘণ্টায় প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা ৷ এই আবহে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সমর্থনে প্রচার সারলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই সঙ্গে, বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বিস্ফোরক দাবি করলেন তিনি ৷ তাঁর কথায়, "বিজেপি বিধায়করা রোজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন ৷"

রবিবার সন্ধ্যায় দলের প্রার্থীর সমর্থনে ক্ষীরপাই গ্রামে একটি নির্বাচনী প্রচারের আয়োজন করে তৃণমূল ৷ প্রার্থী ও কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে প্রচারে যোগ দেন তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম ৷ মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ ফিরহাদ বলেন, "বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসন পেয়েছিল, যার মধ্যে অর্ধেক বিধায়ক পালিয়ে গিয়েছেন ৷ এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে 50 থেকে 60 জন বিধায়ক ঘুরে বেড়াচ্ছেন ৷ তার মধ্যে অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন রোজ ৷" ফিরহাদের দাবি, "বিজেপিতে থাকতে পারছেন না বলে মত অনেকের ৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন দরজা বন্ধ ৷"

বিজেপিকে আক্রমণ ফিরহাদের (ইটিভি ভারত)

এদিন, বিজেপির পাশাপাশি সিপিএম-কেও আক্রমণ করেন ফিরহাদ হাকিম ৷ তাঁর দাবি, "বিজেপির 'মদতদাতা' হিসেবে কাজ করছে সিপিএম-কংগ্রেস। কংগ্রেসের দিল্লির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সঙ্গে আছি' বললেও, এই রাজ্যে পুরো বিষয়টি উল্টো । যে অধীর নিজের বহরমপুরে জিততে পারেনি, সে নাকি বাংলা সামলাবেন ! সিপিএম-কংগ্রেস 'মীরজাফরের' ভূমিকা পালন করছে ।"

উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র শ্যামল সরকারকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তাঁকেই বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল ৷ ভোটে জিতে এই মুহূর্তে সাংসদ হয়েছেন বাঁকুড়া সাংঠনিক জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী । ফলে 13 নভেম্বর তাঁর ছেড়ে যাওয়া এই কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন।

পড়ুন: 'মেয়েদের সম্মান রক্ষায় ভেবেচিন্তে ভোট দিন', তালডাংরার প্রচারে বললেন সুকান্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.