ETV Bharat / state

ফের শুটআউট বেলঘরিয়ায় ! ছিনতাইয়ের পর দুষ্কৃতীদের গুলি জনবহুল রাস্তায় - SHOOTOUT AT BELGHARIA

মাস চারেক আগে রথতলা এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুটআউটে আতঙ্ক ছড়াল বেলঘরিয়ায় ৷

SHOOTOUT AT BELGHARIA
বেলঘরিয়ায় শুটআউট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2024, 7:51 AM IST

বেলঘরিয়া, 11 নভেম্বর : ভর সন্ধ্য়ায় গুলি চলল বেলঘরিয়ার জনবহুল ফিডার রোডে ৷ ছিনতাই করে পালানোর সময় উত্তেজিত জনতার হাত থেকে সঙ্গীকে বাঁচাতে গুলি চালাল অপর দুষ্কৃতী ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তাঁরা ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার রাত 8টা নাগাদ ফিডার রোডের আড়িয়াদহ কোয়ার্টার বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে ৷ ছিনতাই করে বাইকে করে পালাচ্ছিল দুই দুষ্কৃতী ৷ তাদের ধাওয়া করছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা ৷ সেই সময়, আড়িয়াদহ কোয়ার্টার বাজার এবং রামকৃষ্ণ পল্লীর সংযোগস্থলে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় সিপিএম-এর পার্টি অফিসের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে দুষ্কৃতীদের বাইকটি ৷ সেই সময়, বাইক থেকে এক দুষ্কৃতী পড়ে গেলে, তাকে ধরে ফেলেন স্থানীয়রা ৷ স্থানীয়দের হাত থেকে সঙ্গীকে বাঁচাতে শূন্যে দুই রাউন্ড গুলি চালায় অপর দুষ্কৃতী ৷ এর পরই আতঙ্কিত হয়ে ধৃত দুষ্কৃতীকে ছেড়ে দেয় এলাকাবাসী ৷ এরপর বাইকে চেপে এলাকা ছেড়ে চম্পট দেয় দু'জনেই ৷

আতঙ্কিত এলাকাবাসী (ইটিভি ভারত)

ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বেলঘরিয়া ও দক্ষিণেশ্বর থানার পুলিশ ৷ যৌথভাবে তদন্ত শুরু করে দুই থানার পুলিশ । প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মীরা । এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হয় ৷ স্থানীয়দের বয়ানও নথিভুক্ত করা হয় ৷ তদন্তের স্বার্থে এই বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি পুলিশ কর্তারা ৷

SHOOTOUT AT BELGHARIA
ছিনতাইয়ের পর দুষ্কৃতীদের গুলি জনবহুল রাস্তায় (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, মাস চারেক আগেই বেলঘরিয়ার রথতলাতে বিটি রোডের উপর শুটআউটের ঘটনা ঘটে ৷ স্থানীয় ব‍্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ তদন্তে নেমে সেদিনের ঘটনার সঙ্গে বিহারের সঙ্গে যোগ খুঁজে পায় পুলিশ ৷ ঘটনার মাস্টারমাইন্ড সুবোধ সিং-সহ তার গ্যাংয়ের একের পর এক দুষ্কৃতীকে গ্রেফতার করে সিআইডি । ঘটনার বিচার প্রক্রিয়া এখনও চলছে আদালতে ।তারই মধ্যে ফের বিটি রোড সংলগ্ন জনবহুল এলাকায় গুলি চলার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

পড়ুন: গ্রেফতার বেলঘরিয়া শুটআউট-কাণ্ডের মূল অভিযুক্ত, দাবি পুলিশ কমিশনার

বেলঘরিয়া, 11 নভেম্বর : ভর সন্ধ্য়ায় গুলি চলল বেলঘরিয়ার জনবহুল ফিডার রোডে ৷ ছিনতাই করে পালানোর সময় উত্তেজিত জনতার হাত থেকে সঙ্গীকে বাঁচাতে গুলি চালাল অপর দুষ্কৃতী ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তাঁরা ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার রাত 8টা নাগাদ ফিডার রোডের আড়িয়াদহ কোয়ার্টার বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে ৷ ছিনতাই করে বাইকে করে পালাচ্ছিল দুই দুষ্কৃতী ৷ তাদের ধাওয়া করছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা ৷ সেই সময়, আড়িয়াদহ কোয়ার্টার বাজার এবং রামকৃষ্ণ পল্লীর সংযোগস্থলে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় সিপিএম-এর পার্টি অফিসের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে দুষ্কৃতীদের বাইকটি ৷ সেই সময়, বাইক থেকে এক দুষ্কৃতী পড়ে গেলে, তাকে ধরে ফেলেন স্থানীয়রা ৷ স্থানীয়দের হাত থেকে সঙ্গীকে বাঁচাতে শূন্যে দুই রাউন্ড গুলি চালায় অপর দুষ্কৃতী ৷ এর পরই আতঙ্কিত হয়ে ধৃত দুষ্কৃতীকে ছেড়ে দেয় এলাকাবাসী ৷ এরপর বাইকে চেপে এলাকা ছেড়ে চম্পট দেয় দু'জনেই ৷

আতঙ্কিত এলাকাবাসী (ইটিভি ভারত)

ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বেলঘরিয়া ও দক্ষিণেশ্বর থানার পুলিশ ৷ যৌথভাবে তদন্ত শুরু করে দুই থানার পুলিশ । প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মীরা । এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হয় ৷ স্থানীয়দের বয়ানও নথিভুক্ত করা হয় ৷ তদন্তের স্বার্থে এই বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি পুলিশ কর্তারা ৷

SHOOTOUT AT BELGHARIA
ছিনতাইয়ের পর দুষ্কৃতীদের গুলি জনবহুল রাস্তায় (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, মাস চারেক আগেই বেলঘরিয়ার রথতলাতে বিটি রোডের উপর শুটআউটের ঘটনা ঘটে ৷ স্থানীয় ব‍্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ তদন্তে নেমে সেদিনের ঘটনার সঙ্গে বিহারের সঙ্গে যোগ খুঁজে পায় পুলিশ ৷ ঘটনার মাস্টারমাইন্ড সুবোধ সিং-সহ তার গ্যাংয়ের একের পর এক দুষ্কৃতীকে গ্রেফতার করে সিআইডি । ঘটনার বিচার প্রক্রিয়া এখনও চলছে আদালতে ।তারই মধ্যে ফের বিটি রোড সংলগ্ন জনবহুল এলাকায় গুলি চলার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

পড়ুন: গ্রেফতার বেলঘরিয়া শুটআউট-কাণ্ডের মূল অভিযুক্ত, দাবি পুলিশ কমিশনার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.