রায়গঞ্জ, 8 অক্টোবর : লুটে বাধা দেওয়ায় পোল্ট্রি ফার্মের মালিককে খুন দুষ্কৃতীদের ৷ ফার্মের ম্যানেজারকেও ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে । উত্তর দিনাজপুর করণদিঘির কাছে বাসস্ট্যান্ড এলাকার ঘটনা । মৃত পোল্ট্রি মালিকের নাম সুবীর দাস । গুরুতর জখম ফার্মের ম্যানেজার বাবলু সিংহকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁকে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ।
পুজোর সময় পোল্ট্রি মুরগির মাংসের চাহিদা বেড়েছে ৷ তাই পোল্ট্রি ফার্মে নিজেই কাজ করছিলেন করণদিঘির বাসিন্দা সুবীর দাস । করণদিঘি বাসস্ট্যান্ডের কাছেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত তাঁর পোল্ট্রি ফার্মটি ৷ গতকাল সুবীরবাবু ও বাবলু সিংহ কাজ করছিলেন । স্থানীয় সূত্রে খবর, সাধারণ ক্রেতার মতো চার-পাঁচজনের একটি দুস্কৃতী দল ফার্মে প্রবেশ করে ৷ মূলত লুটপাটের উদ্দেশ্য ছিল তাদের ৷ বাধা দিতে যান সুবীরবাবু ও বাবলু ৷ এরপরই ওই দুষ্কৃতীদের মধ্যে একজন গুলি করে সুবীরবাবুকে ৷ ধারালো অস্ত্রের কোপ মারা হয় বাবলুকে । এরপর তারা পালিয়ে যায় । গুলির শব্দ শুনে সেখানে আসেন স্থানীয়রা ৷ দেখতে পান মাটিয়ে লুটিয়ে পড়ে রয়েছেন সুবীরবাবু । তাঁকে দ্রুত করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । বাবলুকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হলে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ৷ পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷