ETV Bharat / state

লুটে বাধা পেয়ে পোল্ট্রি ফার্মের মালিককে খুন - thief

স্থানীয় সূত্রে খবর, সাধারণ ক্রেতার মতো চার-পাঁচজনের একটি দুস্কৃতী দল ফার্মে প্রবেশ করে ৷ মূলত লুটপাটের উদ্দেশ্য ছিল তাদের ৷ বাধা দিতে যান সুবীরবাবু ও বাবলু ৷ এরপরই দুষ্কৃতীদের মধ্যে একজন গুলি করে সুবীরবাবুকে ৷ ধারালো অস্ত্রের কোপ মারা হয় বাবলুকে ।

জখম বাবলু সিংহ ও মৃত সুবীর দাস
author img

By

Published : Oct 8, 2019, 1:19 PM IST

রায়গঞ্জ, 8 অক্টোবর : লুটে বাধা দেওয়ায় পোল্ট্রি ফার্মের মালিককে খুন দুষ্কৃতীদের ৷ ফার্মের ম্যানেজারকেও ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে । উত্তর দিনাজপুর করণদিঘির কাছে বাসস্ট্যান্ড এলাকার ঘটনা । মৃত পোল্ট্রি মালিকের নাম সুবীর দাস । গুরুতর জখম ফার্মের ম্যানেজার বাবলু সিংহকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁকে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ।

পুজোর সময় পোল্ট্রি মুরগির মাংসের চাহিদা বেড়েছে ৷ তাই পোল্ট্রি ফার্মে নিজেই কাজ করছিলেন করণদিঘির বাসিন্দা সুবীর দাস । করণদিঘি বাসস্ট্যান্ডের কাছেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত তাঁর পোল্ট্রি ফার্মটি ৷ গতকাল সুবীরবাবু ও বাবলু সিংহ কাজ করছিলেন । স্থানীয় সূত্রে খবর, সাধারণ ক্রেতার মতো চার-পাঁচজনের একটি দুস্কৃতী দল ফার্মে প্রবেশ করে ৷ মূলত লুটপাটের উদ্দেশ্য ছিল তাদের ৷ বাধা দিতে যান সুবীরবাবু ও বাবলু ৷ এরপরই ওই দুষ্কৃতীদের মধ্যে একজন গুলি করে সুবীরবাবুকে ৷ ধারালো অস্ত্রের কোপ মারা হয় বাবলুকে । এরপর তারা পালিয়ে যায় । গুলির শব্দ শুনে সেখানে আসেন স্থানীয়রা ৷ দেখতে পান মাটিয়ে লুটিয়ে পড়ে রয়েছেন সুবীরবাবু । তাঁকে দ্রুত করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । বাবলুকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হলে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ৷ পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

রায়গঞ্জ, 8 অক্টোবর : লুটে বাধা দেওয়ায় পোল্ট্রি ফার্মের মালিককে খুন দুষ্কৃতীদের ৷ ফার্মের ম্যানেজারকেও ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে । উত্তর দিনাজপুর করণদিঘির কাছে বাসস্ট্যান্ড এলাকার ঘটনা । মৃত পোল্ট্রি মালিকের নাম সুবীর দাস । গুরুতর জখম ফার্মের ম্যানেজার বাবলু সিংহকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁকে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ।

পুজোর সময় পোল্ট্রি মুরগির মাংসের চাহিদা বেড়েছে ৷ তাই পোল্ট্রি ফার্মে নিজেই কাজ করছিলেন করণদিঘির বাসিন্দা সুবীর দাস । করণদিঘি বাসস্ট্যান্ডের কাছেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত তাঁর পোল্ট্রি ফার্মটি ৷ গতকাল সুবীরবাবু ও বাবলু সিংহ কাজ করছিলেন । স্থানীয় সূত্রে খবর, সাধারণ ক্রেতার মতো চার-পাঁচজনের একটি দুস্কৃতী দল ফার্মে প্রবেশ করে ৷ মূলত লুটপাটের উদ্দেশ্য ছিল তাদের ৷ বাধা দিতে যান সুবীরবাবু ও বাবলু ৷ এরপরই ওই দুষ্কৃতীদের মধ্যে একজন গুলি করে সুবীরবাবুকে ৷ ধারালো অস্ত্রের কোপ মারা হয় বাবলুকে । এরপর তারা পালিয়ে যায় । গুলির শব্দ শুনে সেখানে আসেন স্থানীয়রা ৷ দেখতে পান মাটিয়ে লুটিয়ে পড়ে রয়েছেন সুবীরবাবু । তাঁকে দ্রুত করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । বাবলুকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হলে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ৷ পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

Intro:রায়গঞ্জ, ৮ অক্টোবর, প্রসুন মৈত্র : পোল্টি ফার্মে ডাকাতি করতে এসে বাধা পেয়ে দুস্কৃতীরা গুলি করে খুন করল ফার্মের মালিককে, ধারালো অস্ত্রের কোপ ফার্মের ম্যানেজারকেও। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার ঢিল ছোঁড়া দূরত্বে বাসস্ট্যান্ড এলাকায়। মৃত পোল্ট্রি ব্যাবসায়ীর নাম সুবির দাস। গুরুতর জখম ফার্মের ম্যানেজার বাবলু সিংহকে প্রথমে করনদিঘী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়, পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নবমীর রাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।

পূজোর সময় পোল্ট্রি মুরগীর মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় নিজের পোল্ট্রি ফার্মে কাজ করছিলেন করনদিঘীর বাসিন্দা সুবীর দাস। করনদিঘী বাসস্ট্যান্ডের কাছেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পোল্ট্রি ফার্মটিতে সুবীর বাবু ও তাঁর ম্যানেজার বাবলু সিংহ কাজে মগ্ন ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর পাঁচটা সাধারন খদ্দেরের মতো চার-পাঁচজনের একটি দুস্কৃতী দল ফার্মে প্রবেশ করে টাকা পয়সা লুট করতে আসে। সুবীর বাবু ও ম্যানেজার বাবলু তাদের বাধা দিলে দুস্কৃতীরা গুলি করে সুবীর বাবুকে এবং ধারালো অস্ত্রের কোপ মারে ম্যানেজার বাবলুকে। এরপর তারা পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশ থেকে স্থানীয় মানুষজন ছুটে আসেন৷ তারা দেখতে পান মাটিয়ে লুটিয়ে পরে রয়েছেন পোল্ট্রি ফার্মের মালিক সুবীর দাস। তাকে দ্রুত করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসিকেরা মৃত বলে ঘোষনা করেন। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় ম্যানেজার বাবলু সিংহকে প্রথমে করনদিঘী গ্রামীন হাসপাতালে এবং পরে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কি কারনে এই খুনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখার পাশাপাশি দুস্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।

বাইট ১) পবিত্র রঞ্জন পাল ( স্থানীয় বাসিন্দা)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.