ETV Bharat / state

সীমান্তের বাসিন্দাদের সাহায্যে এগিয়ে এল পুলিশ ও BSF - CSP

কাঁটাতারের ওপারে থাকা দেশের বাসিন্দাদের বেড়া পাড় হয়ে ভারতীয় সীমান্তে নিজেদের জমিতে চাষ করা সম্ভব হচ্ছিল না । এই অসুবিধা দূর করতে BSF-এর সঙ্গে বৈঠক করল হেমতাবাদ থানার পুলিশ।

BSF
পুলিশ
author img

By

Published : Apr 16, 2020, 11:50 PM IST

রায়গঞ্জ,16 এপ্রিল : উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ অংশে বাংলাদেশ সীমান্ত রয়েছে । লকডাউনের জেরে কাঁটাতারের ওপারে থাকা দেশের বাসিন্দাদের বেড়া পার হয়ে ভারতীয় সীমান্তে নিজেদের জমিতে চাষ করা সম্ভব হচ্ছিল না । এই অসুবিধা দূর করতে BSF-এর সঙ্গে বৈঠক করল হেমতাবাদ থানার পুলিশ।

হেমতাবাদ থানা এলাকার প্রায় সাড়ে 15 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ওই এলাকার কাঁটাতারের ওপারে অনেক চাষির জমি রয়েছে। লকডাউন শুরু হওয়ার পর থেকেই ওই এলাকায় চাষের কাজে যাওয়ার জন্য বাধার মুখে পড়তে হয়েছিল অনেককে। BSF-র জওয়ানরা তাঁদের বাধা দিচ্ছিল নিয়ম মেনেই। এই বিষয়টি পুলিশের নজরে আসতেই আসরে নামে তারা। BSF-র সঙ্গে বৈঠক হয় । যাতে কোনওভাবেই চাষের কাজে যেতে গিয়ে কাউকে সমস্যায় না পড়তে হয় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে হেমতাবাদ থানার পুলিশ ও BSF।

হেমতাবাদ থানার আধিকারিকরা জানিয়েছেন, চাষিদের সুবিধার জন্য BSF-এর সঙ্গে বৈঠক ফলপ্রসু হয়েছে। আগামীতে এই নিয়ে সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।

রায়গঞ্জ,16 এপ্রিল : উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ অংশে বাংলাদেশ সীমান্ত রয়েছে । লকডাউনের জেরে কাঁটাতারের ওপারে থাকা দেশের বাসিন্দাদের বেড়া পার হয়ে ভারতীয় সীমান্তে নিজেদের জমিতে চাষ করা সম্ভব হচ্ছিল না । এই অসুবিধা দূর করতে BSF-এর সঙ্গে বৈঠক করল হেমতাবাদ থানার পুলিশ।

হেমতাবাদ থানা এলাকার প্রায় সাড়ে 15 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ওই এলাকার কাঁটাতারের ওপারে অনেক চাষির জমি রয়েছে। লকডাউন শুরু হওয়ার পর থেকেই ওই এলাকায় চাষের কাজে যাওয়ার জন্য বাধার মুখে পড়তে হয়েছিল অনেককে। BSF-র জওয়ানরা তাঁদের বাধা দিচ্ছিল নিয়ম মেনেই। এই বিষয়টি পুলিশের নজরে আসতেই আসরে নামে তারা। BSF-র সঙ্গে বৈঠক হয় । যাতে কোনওভাবেই চাষের কাজে যেতে গিয়ে কাউকে সমস্যায় না পড়তে হয় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে হেমতাবাদ থানার পুলিশ ও BSF।

হেমতাবাদ থানার আধিকারিকরা জানিয়েছেন, চাষিদের সুবিধার জন্য BSF-এর সঙ্গে বৈঠক ফলপ্রসু হয়েছে। আগামীতে এই নিয়ে সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.