রায়গঞ্জ, 3 এপ্রিল: লকডাউন না মানায় আজ রাত পর্যন্ত 35 জনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ । বিকেল থেকেই রায়গঞ্জের বিভিন্ন রাস্তায় লকডাউন সফল করতে অভিযান চালায় তারা।
লকডাউন অমান্য করলে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তা আজ সকালেই জানিয়েছিলেন জেলা পুলিশ সুপার ও জেলাশাসক। সকালে সাধারণ মানুষের উদ্দেশে কড়া বার্তা দেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার। তিনি জানান, সাধারণ মানুষ লকডাউন ঠিকমতো মানছেন না। অনেকেই অকারণে বাইরে বেরোচ্ছেন। চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন। তিনি মনে করিয়ে দেন, জেলার সর্বত্র CCTV রয়েছে। তা ছাড়া পুলিশ প্রতিনিয়ত নজর রাখছে। পুলিশের বডি ক্যামেরায় ধরা পড়ছে প্রকৃত ছবি। পুলিশ সুপার এলাকাবাসীর কাছে আবেদন করেন, "পরিবার ও সমাজকে বাঁচানোর স্বার্থে লকডাউন মানুন"।
এরপরও রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বহু মানুষকে বাইরে বেরোতে দেখা যায়। রাত পর্যন্ত এমন 35 জনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
রাতে পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "আজ এখনও পর্যন্ত 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীতে আরও কঠোর হতে পারি।"