রায়গঞ্জ, 10 জুন : রায়গঞ্জ শহরের এক কিশোরীর দেহে মিলল কোরোনার হদিস । এরপর রায়গঞ্জ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ওই এলাকায় স্যানিটাইজ় করা হয় । একই সঙ্গে এলাকার মানুষদের থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপা হল পৌরসভার পক্ষ থেকে ।
গতকাল সকালে রায়গঞ্জ পৌরসভার একটি গাড়ি এসে সুদর্শনপুর এলাকার প্রতিটি অলিগলিতে স্যানিটাইজ় করা শুরু করে । এছাড়া পৌরসভার স্বাস্থ্য কর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সচেতনতার পাশাপাশি থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপে স্থানীয়দের ।
রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, রাজ্য সরকার রায়গঞ্জ পৌরসভাকে প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে থার্মাল গান দিয়েছে। ওই সব থার্মাল গান দিয়ে গোটা পৌর এলাকায় আমাদের স্বাস্থ্য কর্মীরা গিয়ে পাড়ায় পাড়ায় প্রতিটি বাড়িতে গিয়ে থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপছে । পাশাপাশি এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে ।