ETV Bharat / state

বকেয়া ডিএ আদায়ে নবান্নের দুয়ারে অবস্থান-মহামিছিল কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের - SANGRAMI JOUTHA MANCHA

বকেয়া ডিএ আদায়ে নবান্নের দুয়ারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ৷

ETV BHARAT
বকেয়া ডিএ আদায়ে আন্দোলন জোরদার করছে সংগ্রামী যৌথ মঞ্চ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2024, 7:28 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: বকেয়া ডিএ ও শূন্যপদে নিয়োগের মতো দাবিগুলোকে সামনে রেখে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের । তাঁদের এই দাবিকে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের কাছে অবস্থান বিক্ষোভে বসছেন সরকারি কর্মচারীরা । চলতি মাসে 22 থকে 24 তারিখ, তিনদিনব্যাপী এই অবস্থান বিক্ষোভ করার পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ । 27 তারিখ হবে মহামিছিল । সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু করে মিছিল শহীদ মিনার পর্যন্ত গিয়ে সেখানে হবে অবস্থান বিক্ষোভ ।

দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে । 39 শতাংশ বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার দাবিতে ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে লোক নিয়োগ করার দাবিতে ফের তারা জোরদার লড়াইয়ের পথে । নবান্নের বিরুদ্ধে লড়াইয়ে এবার একদম নবান্নের দুয়ারে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা সংগ্রামী যৌথ মঞ্চের ।

ETV BHARAT
নবান্নের দুয়ারে অবস্থান ও মহামিছিল কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের (নিজস্ব চিত্র)

নবান্ন বাসস্ট্যান্ডের কাছে 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর তিনদিন ধরে চলবে অবস্থান বিক্ষোভ । ফের চলতি মাসের 27 তারিখেই হবে মিছিল । মহানগরের রাজপথে সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল এসএন ব্যানার্জি ধরে যাবে শহীদ মিনার ময়দানে । সেখানেই ধরনা মঞ্চের কাছে হবে সমাবেশ ।

এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ না-দিয়ে দীর্ঘদিন ধরে বঞ্চনা করছে রাজ্যের সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আশ্বাস দিয়েছিলেন বকেয়া ডিএ মেটানো হবে । তবে এখন 39 শতাংশ ডিএ বাকি । দিনের পর দিন আমরণ অনশন হয়েছে । তবু সরকার মুখ ফিরিয়ে থেকেছে । শূন্যপদে নিয়োগ নেই । শিক্ষিত বেকাররা চাকরি না-পাওয়ার যন্ত্রণায় ছটফট করছেন । সরকার সরকারি কর্মীদের যেমন বঞ্চিত করছে, তেমন যুব সমাজকে বঞ্চিত করছে । তাই এই দুই মূল দাবিকে সামনে রেখেই ফের পথে নামছি আমরা । আমাদের দাবি আদায় না-হলে বড় আন্দোলনের পথেই যাব । লড়াই চলবে ।"

তাঁদের মিছিলে পুলিশের অনুমতি মিলেছে কি না, সেই প্রশ্ন করা হলে তিনি জানান, "আবেদন করা হবে । অনুমতি না-পেলে বিকল্প ভাবনা । তবে কর্মসূচি হবেই ।"

কলকাতা, 2 ডিসেম্বর: বকেয়া ডিএ ও শূন্যপদে নিয়োগের মতো দাবিগুলোকে সামনে রেখে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের । তাঁদের এই দাবিকে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের কাছে অবস্থান বিক্ষোভে বসছেন সরকারি কর্মচারীরা । চলতি মাসে 22 থকে 24 তারিখ, তিনদিনব্যাপী এই অবস্থান বিক্ষোভ করার পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ । 27 তারিখ হবে মহামিছিল । সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু করে মিছিল শহীদ মিনার পর্যন্ত গিয়ে সেখানে হবে অবস্থান বিক্ষোভ ।

দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে । 39 শতাংশ বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার দাবিতে ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে লোক নিয়োগ করার দাবিতে ফের তারা জোরদার লড়াইয়ের পথে । নবান্নের বিরুদ্ধে লড়াইয়ে এবার একদম নবান্নের দুয়ারে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা সংগ্রামী যৌথ মঞ্চের ।

ETV BHARAT
নবান্নের দুয়ারে অবস্থান ও মহামিছিল কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের (নিজস্ব চিত্র)

নবান্ন বাসস্ট্যান্ডের কাছে 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর তিনদিন ধরে চলবে অবস্থান বিক্ষোভ । ফের চলতি মাসের 27 তারিখেই হবে মিছিল । মহানগরের রাজপথে সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল এসএন ব্যানার্জি ধরে যাবে শহীদ মিনার ময়দানে । সেখানেই ধরনা মঞ্চের কাছে হবে সমাবেশ ।

এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ না-দিয়ে দীর্ঘদিন ধরে বঞ্চনা করছে রাজ্যের সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আশ্বাস দিয়েছিলেন বকেয়া ডিএ মেটানো হবে । তবে এখন 39 শতাংশ ডিএ বাকি । দিনের পর দিন আমরণ অনশন হয়েছে । তবু সরকার মুখ ফিরিয়ে থেকেছে । শূন্যপদে নিয়োগ নেই । শিক্ষিত বেকাররা চাকরি না-পাওয়ার যন্ত্রণায় ছটফট করছেন । সরকার সরকারি কর্মীদের যেমন বঞ্চিত করছে, তেমন যুব সমাজকে বঞ্চিত করছে । তাই এই দুই মূল দাবিকে সামনে রেখেই ফের পথে নামছি আমরা । আমাদের দাবি আদায় না-হলে বড় আন্দোলনের পথেই যাব । লড়াই চলবে ।"

তাঁদের মিছিলে পুলিশের অনুমতি মিলেছে কি না, সেই প্রশ্ন করা হলে তিনি জানান, "আবেদন করা হবে । অনুমতি না-পেলে বিকল্প ভাবনা । তবে কর্মসূচি হবেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.