ETV Bharat / state

শোভাযাত্রার মাধ্যমে বঙ্গধ্বনি পদযাত্রার সূচনা রায়গঞ্জে - Bangadhani rally at Raiganj

রাজ্যের 294টি বিধানসভা এলাকাতেই বঙ্গধ্বনি পদযাত্রার মাধ্যমে জনসংযোগ গড়ে তুলবে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা । গতকাল রায়গঞ্জে শোভাযাত্রার মাধ্যমে তারই সূচনা করা হয় ।

Raiganj news
শোভাযাত্রার মাধ্যমে বঙ্গধ্বনি পদযাত্রার সূচনা হল রায়গঞ্জে
author img

By

Published : Dec 12, 2020, 11:28 AM IST

রায়গঞ্জ, 12 ডিসেম্বর : নির্বাচনের আগে তৃণমূলের "বঙ্গধ্বনি" কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । গতকাল কলকাতায় এই কর্মসূচিকে কেন্দ্র করে বঙ্গধ্বনি পদযাত্রা করেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম , সুব্রত মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির নেতারা । সেইমতো রায়গঞ্জেও একটি শোভাযাত্রার মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তথা রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রের তৃণমূল কো-অর্ডিনেটর অরিন্দম সরকার , রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ-সহ শীর্ষ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও দলের কর্মী সমর্থক । এই শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে এসে শেষ হয় । টানা 10 দিন এই কর্মসূচি চলবে । প্রত্যেকটি বিধানসভা ছাড়াও ব্লক স্তর পঞ্চায়েত স্তরে এই ধরনের কর্মসূচি চলবে । তারই আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রায়গঞ্জে ।

আরও পড়ুন , বিধানসভা ভোটে বাজিমাত করতে তৃণমূলের নয়া অস্ত্র "বঙ্গধ্বনি"


রাজ্যের 294টি বিধানসভা এলাকাতেই বঙ্গধ্বনি পদযাত্রার মাধ্যমে জনসংযোগ গড়ে তুলবেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা । বৃহস্পতিবার এই কর্মসূচির শুভ সূচনা হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভবানীপুরের যদুবাবুর বাজারে রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলিকে সামনে রেখে পথ হেঁটেছিলেন । গতকাল বঙ্গধ্বনি ব্যানারকে সামনে রেখে দীর্ঘপথ মিছিল করেন তৃণমূল নেতারা । রায়গঞ্জেও বঙ্গধ্বনির ব্যানারকে সামনে রেখে পদযাত্রা করেন তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মী-সমর্থকরা ।

রায়গঞ্জ, 12 ডিসেম্বর : নির্বাচনের আগে তৃণমূলের "বঙ্গধ্বনি" কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । গতকাল কলকাতায় এই কর্মসূচিকে কেন্দ্র করে বঙ্গধ্বনি পদযাত্রা করেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম , সুব্রত মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির নেতারা । সেইমতো রায়গঞ্জেও একটি শোভাযাত্রার মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তথা রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রের তৃণমূল কো-অর্ডিনেটর অরিন্দম সরকার , রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ-সহ শীর্ষ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও দলের কর্মী সমর্থক । এই শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে এসে শেষ হয় । টানা 10 দিন এই কর্মসূচি চলবে । প্রত্যেকটি বিধানসভা ছাড়াও ব্লক স্তর পঞ্চায়েত স্তরে এই ধরনের কর্মসূচি চলবে । তারই আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রায়গঞ্জে ।

আরও পড়ুন , বিধানসভা ভোটে বাজিমাত করতে তৃণমূলের নয়া অস্ত্র "বঙ্গধ্বনি"


রাজ্যের 294টি বিধানসভা এলাকাতেই বঙ্গধ্বনি পদযাত্রার মাধ্যমে জনসংযোগ গড়ে তুলবেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা । বৃহস্পতিবার এই কর্মসূচির শুভ সূচনা হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভবানীপুরের যদুবাবুর বাজারে রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলিকে সামনে রেখে পথ হেঁটেছিলেন । গতকাল বঙ্গধ্বনি ব্যানারকে সামনে রেখে দীর্ঘপথ মিছিল করেন তৃণমূল নেতারা । রায়গঞ্জেও বঙ্গধ্বনির ব্যানারকে সামনে রেখে পদযাত্রা করেন তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মী-সমর্থকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.