ETV Bharat / state

চিকিৎসার গাফিলতিতে নাবালকের মৃত্যুর অভিযোগ রায়গঞ্জে - death

চিকিৎসার গাফিলতিতে নাবালকের মৃত্যুর অভিযোগ উঠল রায়গঞ্জে । মৃতের নাম কানাই চৌহান (11) । বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে ।

চিকিৎসার গাফিলতিতে নাবালকের মৃত্যু
author img

By

Published : Apr 29, 2019, 6:24 PM IST

রায়গঞ্জ, 29 এপ্রিল : চিকিৎসার গাফিলতিতে নাবালকের মৃত্যুর অভিযোগ উঠল রায়গঞ্জে । আজ সকালে ঘটনাটি ঘটে রায়গঞ্জের একটি নার্সিংহোমে । মৃতের নাম কানাই চৌহান (11) । বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে ।

জানা গেছে, কয়েকদিন আগে সাইকেল চালাতে গিয়ে পা ভেঙে যায় কানাইয়ের । এর পরে তাকে রায়গঞ্জে এক অস্থিরোগ বিশেষজ্ঞের কাছে আনা হয় । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত শনিবার তাকে নার্সিংহোমে ভরতি করা হয় । রবিবার তার অপারেশনও হয় । রবিবার রাতে পায়ের যন্ত্রণা বাড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ব্যথার ওষুধ দেওয়া হয় । তারপর আজ ভোররাতে কানাইয়ের মৃত্যু হয় ।

পরিবারের লোকের অভিযোগ, মাত্র তিন মাসের প্রশিক্ষণ নিয়ে ওই নার্সিংহোমে ANM নার্সেরা নিযুক্ত হয়েছেন । কিভাবে স্বল্প সময়ের প্রশিক্ষণ নিয়ে তারা নিযুক্ত হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই নাবালকের অভিভাবকেরা । তবে নার্সের গাফিলতি এবং অদূরদর্শিতার কারণে নাবালকের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেননি ওই নার্সিংহোমের চিকিৎসক । ঘটনার জেরে নার্সিংহোমের সামনে উত্তেজনা দেখা দেওয়ায় সেখানে যায় রায়গঞ্জ থানার পুলিশ । পুলিশ নাবালকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । ঘটনার পরিপ্রক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

রায়গঞ্জ, 29 এপ্রিল : চিকিৎসার গাফিলতিতে নাবালকের মৃত্যুর অভিযোগ উঠল রায়গঞ্জে । আজ সকালে ঘটনাটি ঘটে রায়গঞ্জের একটি নার্সিংহোমে । মৃতের নাম কানাই চৌহান (11) । বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে ।

জানা গেছে, কয়েকদিন আগে সাইকেল চালাতে গিয়ে পা ভেঙে যায় কানাইয়ের । এর পরে তাকে রায়গঞ্জে এক অস্থিরোগ বিশেষজ্ঞের কাছে আনা হয় । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত শনিবার তাকে নার্সিংহোমে ভরতি করা হয় । রবিবার তার অপারেশনও হয় । রবিবার রাতে পায়ের যন্ত্রণা বাড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ব্যথার ওষুধ দেওয়া হয় । তারপর আজ ভোররাতে কানাইয়ের মৃত্যু হয় ।

পরিবারের লোকের অভিযোগ, মাত্র তিন মাসের প্রশিক্ষণ নিয়ে ওই নার্সিংহোমে ANM নার্সেরা নিযুক্ত হয়েছেন । কিভাবে স্বল্প সময়ের প্রশিক্ষণ নিয়ে তারা নিযুক্ত হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই নাবালকের অভিভাবকেরা । তবে নার্সের গাফিলতি এবং অদূরদর্শিতার কারণে নাবালকের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেননি ওই নার্সিংহোমের চিকিৎসক । ঘটনার জেরে নার্সিংহোমের সামনে উত্তেজনা দেখা দেওয়ায় সেখানে যায় রায়গঞ্জ থানার পুলিশ । পুলিশ নাবালকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । ঘটনার পরিপ্রক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:dhdnn


Body:.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.