ETV Bharat / state

লকডাউনের জেরে ঘর থেকেই দপ্তরের কাজ সামলাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী

লকডাউনের জেরে ঘরে থাকলেও সেখান থেকেই দপ্তরের কাজ করছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরি ।

debasree chowdhury
দেবশ্রী চৌধুরি
author img

By

Published : Apr 1, 2020, 1:26 PM IST

রায়গঞ্জ, 1 এপ্রিল : দেশে চলছে লকডাউন । আর তা মেনে ঘরেই রয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরি । তবে ঘরে বসেই করছেন দপ্তরের কাজ । একসঙ্গে সামলাচ্ছেন সংসার ও দপ্তর ।

লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়েছেন উত্তর দিনাজপুরের প্রায় দেড় হাজার বাসিন্দা । তাই লকডাউন মেনে ঘরে থাকলেও তাঁরা যাতে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পান তার ব্যবস্থা করছেন তিনি। সঙ্গে সামলাচ্ছেন সংসারের কাজও । রান্না করা, বাসন ধোয়া সবই করছেন ।

debasree chowdhury
সংসারের কাজে ব্যস্ত দেবশ্রী চৌধুরি

সবকিছুই করছেন সতর্কতা মেনে । বাড়িতে কোনও প্রয়োজনে কেউ এলে মাস্ক পরছেন । সব কাজের পর হাতও ধুচ্ছেন । তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার কোরোনা সংক্রমণ প্রতিরোধে যে উদ্যোগ নিয়েছে তা প্রত্যেকের অক্ষরে অক্ষরে পালন করা উচিত । নাহলে কেন্দ্রের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে । দেশে মহামারির আকার ধারণ করবে কোরোনা ।"

রায়গঞ্জ, 1 এপ্রিল : দেশে চলছে লকডাউন । আর তা মেনে ঘরেই রয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরি । তবে ঘরে বসেই করছেন দপ্তরের কাজ । একসঙ্গে সামলাচ্ছেন সংসার ও দপ্তর ।

লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়েছেন উত্তর দিনাজপুরের প্রায় দেড় হাজার বাসিন্দা । তাই লকডাউন মেনে ঘরে থাকলেও তাঁরা যাতে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পান তার ব্যবস্থা করছেন তিনি। সঙ্গে সামলাচ্ছেন সংসারের কাজও । রান্না করা, বাসন ধোয়া সবই করছেন ।

debasree chowdhury
সংসারের কাজে ব্যস্ত দেবশ্রী চৌধুরি

সবকিছুই করছেন সতর্কতা মেনে । বাড়িতে কোনও প্রয়োজনে কেউ এলে মাস্ক পরছেন । সব কাজের পর হাতও ধুচ্ছেন । তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার কোরোনা সংক্রমণ প্রতিরোধে যে উদ্যোগ নিয়েছে তা প্রত্যেকের অক্ষরে অক্ষরে পালন করা উচিত । নাহলে কেন্দ্রের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে । দেশে মহামারির আকার ধারণ করবে কোরোনা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.