ETV Bharat / entertainment

বিতর্ক পেরিয়ে মুক্তির পথে কঙ্গনার 'এমারজেন্সি', প্রকাশ্যে নতুন তারিখ

নানা বাধা পেড়িয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াত পরিচালিত ও প্রযোজিত 'এমারজেন্সি' ৷ সামনে এল ছবি মুক্তির নতুন তারিখ ৷

Emergency
মুক্তির পথে কঙ্গনার 'এমারজেন্সি' (ফিল্ম পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

হায়দরাবাদ, 18 নভেম্বর: কঙ্গনা রানাওয়াত অভিনীত 'এমারজেন্সি' আবারও পেল মুক্তির তারিখ। নানা বিতর্কের কারণে বেশ কয়েকবার ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে চলতি বছর ৷ জানা গিয়েছে, কঙ্গনার ড্রিম প্রোজেক্ট আর এই বছর মুক্তি পাবে না ৷ বরং, তা পিছিয়ে গিয়ে মুক্তি পাবে নতুন বছরে অর্থাৎ 2025 সালে ৷

সোমবার সোশাল মিডিয়ায় অভিনেত্রী ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন। 'এমারজেন্সি' বহুদিন ধরেই আলোচনা ও বিতর্কে রয়েছে। সিবিএফসি অর্থাৎ সেন্সর বোর্ড থেকে অবশেষে শংসাপত্র পাওয়ার পর বেশ কয়েকদিন পর কঙ্গনা ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। 'এমারজেন্সি' মুক্তি পাচ্ছে 2025 সালের 17 জানুয়ারি ৷ অর্থাৎ প্রজান্ত্র দিবসের আগেই প্রেক্ষাগৃহে আসছে কঙ্গনার ছবি ৷

কঙ্গনার সোশাল মিডিয়া পোস্ট

এদিন সোশাল মিডিয়ায় নতুন তারিখ ঘোষণা করে পোস্টে লিখেছেন, "ভারতের সবচেয়ে শক্তিশালী মহিলার সবচেয়ে বড় কাহিনী যিনি ভারতের ভাগ্য পরিবর্তন করেছিলেন, 'এমারজেন্সি' প্রেক্ষাগৃহে আসছে।" ছবিটির মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি ছবিটির একটি নতুন পোস্টারও শেয়ার করা হয়েছে।

ছবি ঘিরে বিতর্ক

'এমারজেন্সি' ছবির ট্রেলারটি 14 আগস্ট 2024-এ মুক্তি পায়। জরুরী অবস্থা নিয়ে তৈরি ছবির ট্রেলার দেখার পরে, শিখ সম্প্রদায়ের বিক্ষোভ দেখা দেয় ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে কঙ্গনার বিরুদ্ধে ৷ এরপরেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হতে থাকে ৷ এমনকী, সেন্সর বোর্ডের তরফেও ছবির শংসাপত্র দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয় ৷ বিতর্কের সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত ৷ এরপর ছবির বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার শর্ত চাপানো হয় ৷

সেই শর্ত মানার পরেই কঙ্গনার ছবি সিবিএফসির শংসাপত্র পান ৷ এই ছবি প্রথমে 14 জুন 2024 এবং তারপর 6 সেপ্টেম্বর 2024-এ মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু শিখ সম্প্রদায়ের প্রবল বিরোধিতার কারণে ছবিটি মুক্তি পায়নি। ছবিটিতে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, সতীশ কৌশিক, মিলিন্দ সোমান এবং মহিমা চৌধুরী-সহ একাধিক তারকাকে।

হায়দরাবাদ, 18 নভেম্বর: কঙ্গনা রানাওয়াত অভিনীত 'এমারজেন্সি' আবারও পেল মুক্তির তারিখ। নানা বিতর্কের কারণে বেশ কয়েকবার ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে চলতি বছর ৷ জানা গিয়েছে, কঙ্গনার ড্রিম প্রোজেক্ট আর এই বছর মুক্তি পাবে না ৷ বরং, তা পিছিয়ে গিয়ে মুক্তি পাবে নতুন বছরে অর্থাৎ 2025 সালে ৷

সোমবার সোশাল মিডিয়ায় অভিনেত্রী ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন। 'এমারজেন্সি' বহুদিন ধরেই আলোচনা ও বিতর্কে রয়েছে। সিবিএফসি অর্থাৎ সেন্সর বোর্ড থেকে অবশেষে শংসাপত্র পাওয়ার পর বেশ কয়েকদিন পর কঙ্গনা ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। 'এমারজেন্সি' মুক্তি পাচ্ছে 2025 সালের 17 জানুয়ারি ৷ অর্থাৎ প্রজান্ত্র দিবসের আগেই প্রেক্ষাগৃহে আসছে কঙ্গনার ছবি ৷

কঙ্গনার সোশাল মিডিয়া পোস্ট

এদিন সোশাল মিডিয়ায় নতুন তারিখ ঘোষণা করে পোস্টে লিখেছেন, "ভারতের সবচেয়ে শক্তিশালী মহিলার সবচেয়ে বড় কাহিনী যিনি ভারতের ভাগ্য পরিবর্তন করেছিলেন, 'এমারজেন্সি' প্রেক্ষাগৃহে আসছে।" ছবিটির মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি ছবিটির একটি নতুন পোস্টারও শেয়ার করা হয়েছে।

ছবি ঘিরে বিতর্ক

'এমারজেন্সি' ছবির ট্রেলারটি 14 আগস্ট 2024-এ মুক্তি পায়। জরুরী অবস্থা নিয়ে তৈরি ছবির ট্রেলার দেখার পরে, শিখ সম্প্রদায়ের বিক্ষোভ দেখা দেয় ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে কঙ্গনার বিরুদ্ধে ৷ এরপরেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হতে থাকে ৷ এমনকী, সেন্সর বোর্ডের তরফেও ছবির শংসাপত্র দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয় ৷ বিতর্কের সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত ৷ এরপর ছবির বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার শর্ত চাপানো হয় ৷

সেই শর্ত মানার পরেই কঙ্গনার ছবি সিবিএফসির শংসাপত্র পান ৷ এই ছবি প্রথমে 14 জুন 2024 এবং তারপর 6 সেপ্টেম্বর 2024-এ মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু শিখ সম্প্রদায়ের প্রবল বিরোধিতার কারণে ছবিটি মুক্তি পায়নি। ছবিটিতে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, সতীশ কৌশিক, মিলিন্দ সোমান এবং মহিমা চৌধুরী-সহ একাধিক তারকাকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.