ETV Bharat / state

গাছে মাচা বেঁধে বাস, পরিযায়ী শ্রমিককে সাহায্য প্রশাসনের - পরিযায়ী শ্রমিক

পরিযায়ী শ্রমিক অজিত মণ্ডল গত রবিবার হরিয়ানা থেকে রায়গঞ্জের বাড়িতে ফেরেন । এরপর পরিবারের আপত্তিতে গাছে থাকছিলেন তিনি । তাঁঁর হাতে সরকারি ত্রাণ তুলে দেওয়া হল ব্লক প্রশাসনের তরফে ।

Migrant labour in raiganj
পরিযায়ী শ্রমিকের হাতে ত্রাণ তুলে দিল পঞ্চায়েত
author img

By

Published : Jun 15, 2020, 7:18 AM IST

রায়গঞ্জ, 14 জুন : হরিয়ানা থেকে রায়গঞ্জের রাড়িয়ায় সদ্য ফিরেছেন 1 পরিযায়ী শ্রমিক । পরিবার ও গ্রামের মানুষের আপত্তিতে গাছের ডালে মাচা বেঁধে থাকছিলেন । তাঁঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রায়গঞ্জ ব্লক প্রশাসন । অসহায় অজিত মণ্ডলের হাতে চাল-ডাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের রাড়িয়া গ্রামের বাসিন্দা অজিত মণ্ডল । হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন । লকডাউনে সেখানে আটকে পড়েন । গত রবিবার শ্রমিক স্পেশালে গ্রামের বাড়িতে ফেরেন অজিত । কিন্তু পরিবার ও গ্রামের লোকের আপত্তিতে বাড়িতে ঢুকতে পারেননি । গ্রামের এক জায়গায় গাছের ডালে মাচা বেঁধে থাকতে শুরু করেন তিনি । কোরোনা ভাইরাস সংক্রমণের ভয়ে পরিবারের লোকজন অজিতের ধারেকাছে আসেনি । শেষপর্যন্ত তাঁঁর অসহায়তার খবর যায় ব্লক প্রশাসনের কাছে । রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষ ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনুপ কর ওই পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ান । চাল, ডাল, তেল, নুন ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় অজিতের হাতে ।

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ জানান, “অজিত মণ্ডলের কথা শোনার পর আমরা এখানে এসেছি । অনেক জায়গায় ত্রাণ বিলি করছি । কিন্তু এই ঘটনার কথা জানতাম না । আপনাদের অসংখ্য ধন্যবাদ ।” অজিত মণ্ডল জানান, "আমি ভাবতে পারিনি আমার জন্য এনারা আসবেন । সাহায্য পেয়ে আমি খুব খুশি হয়েছি ।

রায়গঞ্জ, 14 জুন : হরিয়ানা থেকে রায়গঞ্জের রাড়িয়ায় সদ্য ফিরেছেন 1 পরিযায়ী শ্রমিক । পরিবার ও গ্রামের মানুষের আপত্তিতে গাছের ডালে মাচা বেঁধে থাকছিলেন । তাঁঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রায়গঞ্জ ব্লক প্রশাসন । অসহায় অজিত মণ্ডলের হাতে চাল-ডাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের রাড়িয়া গ্রামের বাসিন্দা অজিত মণ্ডল । হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন । লকডাউনে সেখানে আটকে পড়েন । গত রবিবার শ্রমিক স্পেশালে গ্রামের বাড়িতে ফেরেন অজিত । কিন্তু পরিবার ও গ্রামের লোকের আপত্তিতে বাড়িতে ঢুকতে পারেননি । গ্রামের এক জায়গায় গাছের ডালে মাচা বেঁধে থাকতে শুরু করেন তিনি । কোরোনা ভাইরাস সংক্রমণের ভয়ে পরিবারের লোকজন অজিতের ধারেকাছে আসেনি । শেষপর্যন্ত তাঁঁর অসহায়তার খবর যায় ব্লক প্রশাসনের কাছে । রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষ ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনুপ কর ওই পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ান । চাল, ডাল, তেল, নুন ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় অজিতের হাতে ।

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ জানান, “অজিত মণ্ডলের কথা শোনার পর আমরা এখানে এসেছি । অনেক জায়গায় ত্রাণ বিলি করছি । কিন্তু এই ঘটনার কথা জানতাম না । আপনাদের অসংখ্য ধন্যবাদ ।” অজিত মণ্ডল জানান, "আমি ভাবতে পারিনি আমার জন্য এনারা আসবেন । সাহায্য পেয়ে আমি খুব খুশি হয়েছি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.