রায়গঞ্জ, ২৬ মার্চ : রায়গঞ্জ, 26 মার্চ : লকডাউনের জন্য বন্ধ রয়েছে কুরিয়ার কম্পানিগুলো । সেকারণে বিপাকে পড়েছেন রায়গঞ্জে কিডনি প্রতিস্থাপিত করা যুবক অমিত কুমার রায় । তাঁর ওষুধ কোয়েম্বাতুর থেকে মালদা পর্যন্ত এসে পড়ে রয়েছে । কোনওভাবেই তা রায়গঞ্জে আসতে পারছে না ৷ কারণ, বন্ধ কুরিয়ার পরিষেবা ৷
রায়গঞ্জ নেতাজি পাড়ার বাসিন্দা অমিত কুমার দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় জর্জরিত ছিলেন । দু'বছর আগে তাঁর দুটি কিডনি অকেজো হয়ে যায় । এরপর অমিত বাবুর মা স্বপ্না দেবীর কিডনি প্রতিস্থাপন করা হয় তাঁর শরীরে । এর পাশাপাশি ওষুধ খাওয়ার পরামর্শও দেন চিকিৎসকরা । তাঁর সেই ওষুধ গুলো আসে কোয়েম্বাতুর থেকে , ওষুধগুলি পৌঁছায় কুরিয়ারের মাধ্যমে । আগামী 15 এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর সমস্ত কুরিয়ার কম্পানিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে । আর এখানেই সমস্যায় পড়েছেন অমিতবাবু । তাঁর কুরিয়ারটি কোয়েম্বাতুর থেকে মালদা পৌঁছে গেলেও এখনো পর্যন্ত সেখান থেকে রায়গঞ্জে আসার কোনও ব্যবস্থা হয়ে ওঠেনি । যার ফলে সমস্যায় পড়েছেন তিনি । তাঁর মা স্বপ্না দেবীর আশঙ্কা এত আত্মত্যাগ করে নিজের কিডনি দিয়ে ছেলেকে বাঁচানোর প্রচেষ্টা যেন কোনওভাবে বিফল না হয়ে যায় । প্রশাসনের কাছে এই বিষয়ে সাহায্য চেয়েছেন তাঁরা ।
অমিত বাবু বলেন, " আমার ওষুধগুলি কোয়েম্বাতুর থেকে আসে কুরিয়ারের মাধ্যমে । কিন্তু লকডাউন চলার জন্য আপাতত সেগুলি মালদা পর্যন্ত এসে আটকে আছে । সেখান থেকে কোনওভাবেই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করতে পারছিনা । খুব সমস্যায় পড়েছি । যদি এভাবে চলতে থাকে তবে বাড়িতে থেকেও বড় বিপদে পড়বো ।
স্বপ্না দেবী বলেন "যে ছেলের ওষুধ আসছে না ৷ তা নিয়ে খুব সমস্যায় এবং চিন্তা রয়েছে । কোয়েম্বাতুর থেকে ঔষধগুলো এসে আটকে রয়েছে । কুরিয়ার বন্ধ থাকার কারণে ওষুধ পাচ্ছিনা ৷ প্রশাসন কোনও ব্যবস্থা করবে বলে আশা করছি ।"