ETV Bharat / state

অ্যাম্বুলেন্সে মদ পাচার বিহারে, ধৃত 1 - liquor smuggling

বিহারে অ্যাম্বুলেন্সে করে বিদেশি মদ পাচার । পুলিশের জালে ধরা পড়েছে রায়গঞ্জের এক বাসিন্দা । বাজেয়াপ্ত করা হয়েছে একটি অ্যাম্বুলেন্সসহ লক্ষাধিক টাকার মদ ।

liquor smuggling to Bihar by ambulance
liquor smuggling to Bihar by ambulance
author img

By

Published : Jul 3, 2020, 10:58 PM IST

রায়গঞ্জ, 3 জুলাই : অ্যাম্বুলেন্সে করে বিহারে মদ পাচার । ধৃত 1 । বাংলা-বিহারের সীমান্তবর্তী ডালখোলা এলাকার ঘটনা । ধৃতের নাম প্রসেনজিত দাস । করণদিঘি থানার খিরকিটোলা গ্রামের বাসিন্দা । উদ্ধার হয় প্রায় লক্ষাধিক টাকার বিদেশি মদ । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিহারে মদ নিষিদ্ধ । তাই বাংলা থেকে বিহারে মদ পাচার করা হয় গোপনে । এই খবর উঠে আসতেই পুলিশ বিশেষ নজরদারি শুরু করে । বিশেষ সূত্রে খবর মিলতেই গতকাল গভীর রাতে পুলিশ ডালখোলা এলাকায় অভিযান চালায় । সেখানকার ভূষামারি গ্রামে হানা দিয়ে একটি অ্যাম্বুলেন্সের মধ্যে উদ্ধার করে বিদেশি মদ । বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা । বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাম্বুলেন্সটিকে ।

ধৃতকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে । বিচারক 14 দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে । মদ পাচারের সঙ্গে আর কারা জড়িত তাদের খোঁজ শুরু করেছে ।

রায়গঞ্জ, 3 জুলাই : অ্যাম্বুলেন্সে করে বিহারে মদ পাচার । ধৃত 1 । বাংলা-বিহারের সীমান্তবর্তী ডালখোলা এলাকার ঘটনা । ধৃতের নাম প্রসেনজিত দাস । করণদিঘি থানার খিরকিটোলা গ্রামের বাসিন্দা । উদ্ধার হয় প্রায় লক্ষাধিক টাকার বিদেশি মদ । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিহারে মদ নিষিদ্ধ । তাই বাংলা থেকে বিহারে মদ পাচার করা হয় গোপনে । এই খবর উঠে আসতেই পুলিশ বিশেষ নজরদারি শুরু করে । বিশেষ সূত্রে খবর মিলতেই গতকাল গভীর রাতে পুলিশ ডালখোলা এলাকায় অভিযান চালায় । সেখানকার ভূষামারি গ্রামে হানা দিয়ে একটি অ্যাম্বুলেন্সের মধ্যে উদ্ধার করে বিদেশি মদ । বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা । বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাম্বুলেন্সটিকে ।

ধৃতকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে । বিচারক 14 দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে । মদ পাচারের সঙ্গে আর কারা জড়িত তাদের খোঁজ শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.