ETV Bharat / state

সামাজিক দূরত্ব রাখতে টোটোচালক ও যাত্রীদের মাঝে প্লাস্টিকের পরদা

যাত্রী ও চালকের মধ্যে দূরত্ব বজায় রাখতে টোটোতে প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে । এর ফলে কোরোনার সংক্রমণ অনেকটা আটকানো যাবে বলে মত টোটোচালকদের ।

Plastic curtain in toto
রায়গঞ্জে টোটো চালক
author img

By

Published : Jun 9, 2020, 7:17 PM IST

রায়গঞ্জ, 9 জুন : উত্তর দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে । এই পরিস্থিতিতে টোটোচালকের আসনের পিছনে প্লাস্টিকের পরদা দেওয়া হল । সামাজিক দূরত্ব বজায় রাখা ও কোরোনা সংক্রমণ রুখতে এই পদ্ধতি বলে জানিয়েছেন রায়গঞ্জের দেবীনগরের টোটোচালক রঞ্জন দেবনাথ ।

রায়গঞ্জ শহরে প্রায় ১৫০০ টোটো চলে । সারা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে উত্তর দিনাজপুরে বেড়ে চলেছে কোরোনার সংক্রমণ । তাই রঞ্জন তাঁঁর ও যাত্রীদের আসনের মাঝে একটি প্লাস্টিকের পরদা দিয়েছেন । এর ফলে যাত্রী ও চালকের মাঝে দূরত্ব বজায় থাকবে। রায়গঞ্জের রঞ্জন দেবনাথ নামে ওই টোটোচালক জানিয়েছেন, “যাত্রী ও চালকের মধ্যে দূরত্ব বজায় রাখতে সাহায্য করবে এই পরদা । কোনও যাত্রী নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্যানিটাইজ় করা হচ্ছে গাড়ি ।”

তিনি আরও বলেন, “অন্য টোটোচালকরা এই প্লাস্টিকের পরদা ব্যবহার করতে পারেন । এতে তিনি নিজে সুরক্ষিত থাকবেন ও যাত্রীরাও সুরক্ষিত থাকবে ।”

রায়গঞ্জ, 9 জুন : উত্তর দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে । এই পরিস্থিতিতে টোটোচালকের আসনের পিছনে প্লাস্টিকের পরদা দেওয়া হল । সামাজিক দূরত্ব বজায় রাখা ও কোরোনা সংক্রমণ রুখতে এই পদ্ধতি বলে জানিয়েছেন রায়গঞ্জের দেবীনগরের টোটোচালক রঞ্জন দেবনাথ ।

রায়গঞ্জ শহরে প্রায় ১৫০০ টোটো চলে । সারা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে উত্তর দিনাজপুরে বেড়ে চলেছে কোরোনার সংক্রমণ । তাই রঞ্জন তাঁঁর ও যাত্রীদের আসনের মাঝে একটি প্লাস্টিকের পরদা দিয়েছেন । এর ফলে যাত্রী ও চালকের মাঝে দূরত্ব বজায় থাকবে। রায়গঞ্জের রঞ্জন দেবনাথ নামে ওই টোটোচালক জানিয়েছেন, “যাত্রী ও চালকের মধ্যে দূরত্ব বজায় রাখতে সাহায্য করবে এই পরদা । কোনও যাত্রী নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্যানিটাইজ় করা হচ্ছে গাড়ি ।”

তিনি আরও বলেন, “অন্য টোটোচালকরা এই প্লাস্টিকের পরদা ব্যবহার করতে পারেন । এতে তিনি নিজে সুরক্ষিত থাকবেন ও যাত্রীরাও সুরক্ষিত থাকবে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.