রায়গঞ্জ , 3 মে : এগারোবারের জন্য বিধায়ক হলেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷ ধন্যবাদ জানালেন ইসলামপুরের মানুষকে । এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন, মানুষের চাহিদা ও প্রয়োজন মেটানোই তাঁর একমাত্র লক্ষ্য ৷
অন্যদিকে ইতিহাস গড়লেন তৃণমূলের মিনহাজউদ্দিন আরফিন আজাদ ৷ চাকুলিয়ায় ৪০ বছরের ফরওয়ার্ড ব্লকের শক্ত খুঁটিকে উপড়ে ফেলে জয় পেলেন তিনি ৷
উত্তর দিনাজপুর জেলায় ২০১৬ সালের তুলনায় নিজেদের আরও শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস ।
আরও পড়ুন : ভারতকে 37 লাখ অর্থ সাহায্য স্মিথ-ওয়ার্নারদের বোর্ডের
এদিন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, ‘‘আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে, তাঁরা আমার উপর ভরসা রেখেছেন ৷ আমার লক্ষ্য মানুষের জন্য কাজ করা ৷ মানুষের চাহিদা, প্রয়োজন মেটানো ৷ ’'
একইসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চাকুলিয়ায় জয়ী তৃণমূল কংগ্রেসের মিনহাজউদ্দিন আরফিন আজাদ ৷ তিনি বলেন, ‘‘এই জয় মা-মাটি-মানুষের জয় ৷ এই জয় চাকুলিয়ার উন্নয়নের জয় ৷ আমাদের লক্ষ্য চাকুলিয়াতে শিক্ষা-স্বাস্থ্য- ষোগাযোগ ব্যবস্থার উন্নতি করা ৷’'