ETV Bharat / state

skeletons recovered in Chopra : চোপড়ায় চা-বাগান থেকে মানুষের কঙ্কাল উদ্ধার - Chopra

মাটিতে পোঁতা মৃতদেহ কুকুরে টেনে তুলল ৷ মানুষের কঙ্কাল এভাবে বেরিয়ে আসায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ পরে পুলিশ এসে কঙ্কালটি ফের মাটি চাপা দেয় পুলিশ ৷ রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায় ৷

চোপড়ায় চা-বাগান থেকে মানুষের কঙ্কাল উদ্ধার !
চোপড়ায় চা-বাগান থেকে মানুষের কঙ্কাল উদ্ধার !
author img

By

Published : Jun 6, 2021, 10:57 PM IST

রায়গঞ্জ, 6 জুন : চা-বাগানের ধারে মানুষের কঙ্কাল পাওয়া গেল হঠাৎই ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে এলাকায় আসে পুলিশ ৷ কঙ্কালটি সেখানেই মাটি চাপা দেওয়া হয়েছে ৷ রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বিলাসপুরে ।

চোপড়া থানার পুলিশ জানায়, বেশ কয়েকমাস আগে মাটিতে পোঁতা হয়েছিল একটি মৃতদেহ ৷ সেই দেহেই এদিন কুকুর বা শেয়াল টেনে তুলেছে । কঙ্কালটি আপাতত মাটি চাপা দেওয়া হয়েছে ৷ তবে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এদিন স্থানীয়রা তাঁদের চা-বাগানে ওষুধ দিতে যাওয়ার সময় বাগানের ধারে মানুষের মাথার খুলি ও কঙ্কাল দেখতে পান । আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চোপড়ার বিলাসপুরে । স্থানীয়রাই পুলিশকে খবর দেন ৷ পুলিশ এসে ব্যবস্থা নেয় ৷

আরও পড়ুন : পরপর কন্যাসন্তান, 'কালো' বধূকে খুন করে পালাল শ্বশুরবাড়ির লোকজন

রায়গঞ্জ, 6 জুন : চা-বাগানের ধারে মানুষের কঙ্কাল পাওয়া গেল হঠাৎই ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে এলাকায় আসে পুলিশ ৷ কঙ্কালটি সেখানেই মাটি চাপা দেওয়া হয়েছে ৷ রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বিলাসপুরে ।

চোপড়া থানার পুলিশ জানায়, বেশ কয়েকমাস আগে মাটিতে পোঁতা হয়েছিল একটি মৃতদেহ ৷ সেই দেহেই এদিন কুকুর বা শেয়াল টেনে তুলেছে । কঙ্কালটি আপাতত মাটি চাপা দেওয়া হয়েছে ৷ তবে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এদিন স্থানীয়রা তাঁদের চা-বাগানে ওষুধ দিতে যাওয়ার সময় বাগানের ধারে মানুষের মাথার খুলি ও কঙ্কাল দেখতে পান । আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চোপড়ার বিলাসপুরে । স্থানীয়রাই পুলিশকে খবর দেন ৷ পুলিশ এসে ব্যবস্থা নেয় ৷

আরও পড়ুন : পরপর কন্যাসন্তান, 'কালো' বধূকে খুন করে পালাল শ্বশুরবাড়ির লোকজন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.