রায়গঞ্জ, 15 সেপ্টেম্বর: শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা । এমনই ঘটনাই ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি হাটখোলা শিশু শিক্ষা কেন্দ্রে । অভিযোগ, এ বছরের হাফ-ইয়ারলি পরীক্ষার প্রশ্নপত্রের বদলে চার-পাঁচ বছর আগেকার প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে ৷ যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে করণদিঘির হাটখোলা গ্রাম ।
বুধবার ওই শিশু শিক্ষা কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের ইংরেজি পরীক্ষা ছিল । ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পেয়ে পরীক্ষাও দিয়ে দেয় । এরপর বাড়িতে গিয়ে ওই ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের জানায় বিষয়টি । বাড়ির লোক এসে দেখেন কাউকে 2017 সালের ইংরেজি পরীক্ষায় প্রশ্নপত্র, কাউকে 2018 সালের, আবার কাউকে 2020 সালের ছাপানো প্রশ্নপত্র দিয়েছে ।
আরও পড়ুন: বঙ্গভঙ্গের যন্ত্রণার স্মৃতি নিয়ে পালিত হয় উদগ্রাম দুর্গা মন্দিরের পুজো
অভিভাবক মহলে এই খবর চাউর হতেই হাটখোলা শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের অভিভাবক এবং গ্রামের বাসিন্দারা এসে বিক্ষোভ দেখায় । তারা শিশু শিক্ষা কেন্দ্রের একটি ঘরে শিক্ষিকাদের আটকে তালাবন্ধ করে দেয় । করণদিঘি হাটখোলা শিশু শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আয়েশা খাতুন অবশ্য জানান, ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রের জন্য ফি হিসেবে কেউ টাকা দেয়, আবার কেউ দেয় না । যখন তারা প্রশ্নপত্র কিনতে যান তখন দেখেন 2022 সালের প্রশ্নপত্র শেষ হয়ে গিয়েছে। তাই শিশু শিক্ষা কেন্দ্রের আলমারি থেকে পুরোনো প্রশ্নপত্র বের করে পরীক্ষা নেওয়া হয়েছে ।