ETV Bharat / state

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, গয়নাসহ ছিনতাই 5 লাখ টাকা

স্বর্ণ ব্যবাসয়ীকে গুলি করে গয়না ও নগদ ছিনতাই দুষ্কৃতীদের ৷  উত্তর দিনাজপুরেরর চোপড়া থানার দাসপাড়া এলাকার ঘটনা ৷

হাসপাতালে জখম স্বর্ণ ব্যবসায়ী গোপাল বর্মণ
author img

By

Published : Jul 31, 2019, 1:03 PM IST

রায়গঞ্জ, 31 জুলাই: স্বর্ণ ব্যবাসয়ীকে গুলি করে গয়না ও নগদ ছিনতাই দুষ্কৃতীদের ৷ উত্তর দিনাজপুরেরর চোপড়া থানার দাসপাড়া এলাকার ঘটনা ৷ আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জখম স্বর্ণ ব্যবসায়ী গোপাল বর্মণ ৷

চোপড়ার বর্মণবস্তির বাসিন্দা গোপালবাবুর দাসপাড়ায় একটি সোনার দোকান রয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন গোপালবাবু ৷ তখনই বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গোপালবাবুর সঙ্গে থাকা সোনার গয়না ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ৷ যার মূল্য প্রায় 5 লাখ টাকা । গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা ৷ তাঁরাই গোপালবাবুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ শারীরিক অবস্থার অবনতি হলে পরে গোপাল বর্মণকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন : রায়গঞ্জে বাড়ি থেকে ডেকে খুন যুবককে

খবর পেয়ে ঘটনাস্থানে আসে চোপড়া থানার পুলিশ ৷ দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

রায়গঞ্জ, 31 জুলাই: স্বর্ণ ব্যবাসয়ীকে গুলি করে গয়না ও নগদ ছিনতাই দুষ্কৃতীদের ৷ উত্তর দিনাজপুরেরর চোপড়া থানার দাসপাড়া এলাকার ঘটনা ৷ আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জখম স্বর্ণ ব্যবসায়ী গোপাল বর্মণ ৷

চোপড়ার বর্মণবস্তির বাসিন্দা গোপালবাবুর দাসপাড়ায় একটি সোনার দোকান রয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন গোপালবাবু ৷ তখনই বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গোপালবাবুর সঙ্গে থাকা সোনার গয়না ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ৷ যার মূল্য প্রায় 5 লাখ টাকা । গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা ৷ তাঁরাই গোপালবাবুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ শারীরিক অবস্থার অবনতি হলে পরে গোপাল বর্মণকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন : রায়গঞ্জে বাড়ি থেকে ডেকে খুন যুবককে

খবর পেয়ে ঘটনাস্থানে আসে চোপড়া থানার পুলিশ ৷ দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

Intro:রায়গঞ্জ, ৩০ জুলাই, প্রসুন মৈত্র: এক সোনার দোকানের মালিককে গুলি করে সোনার গহনা ও নগদ টাকা ছিনতাই দুস্কৃতীদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া এলাকায়৷ স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম স্বর্ণ বিক্রেতা গোপাল বর্মনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার বর্মন বস্তির বাসিন্দা স্বর্ণ ব্যাবসায়ী গোপাল বর্মন দাসপাড়ায় তার জুয়েলারির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেসময় মোটরবাইকে এসে দুস্কৃতীরা তার পথ আগলে গুলি করে তাঁর কাছে থাকা সোনার গহনা ও নগদ টাকাসহ পাঁচলক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাদিন্দারা। তারাই গুরুতর জখম স্বর্ণ ব্যাবসায়ী গোপাল বর্মনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। দুস্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বাইট ১) সনাতন বর্মন ( জখম স্বর্ণ ব্যাবসায়ীর ছেলে)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.