ETV Bharat / state

টিফিনের টাকা জমিয়ে রেড ভলান্টিয়ারদের টি-শার্ট উপহার খুদে মোনালিসার - T-shirt distribution

রেড ভলেন্টিয়ারদের কাজে আপ্লুত হয়ে টিফিনের টাকা জমিয়ে তাঁদের হাতে টি-শার্ট তুলে দিল খুদে মোনালিসা । খুদের এই উদ্যোগে খুশি রেড ভলান্টিয়াররা ।

টিফিনের টাকা জমিয়ে রেড ভলেন্টিয়ার্সদের টি-শার্ট উপহার খুদে মোনালিসার
টিফিনের টাকা জমিয়ে রেড ভলেন্টিয়ার্সদের টি-শার্ট উপহার খুদে মোনালিসার
author img

By

Published : Jun 16, 2021, 10:23 PM IST

রায়গঞ্জ, 16 জুন : লকডাউনে বন্ধ স্কুল , কিন্তু বাবার কাছে টিফিনের টাকা নেওয়া বাদ যায়নি একদিনও । সেই টিফিনের টাকা দিয়ে কোভিড যোদ্ধা রেড ভলান্টিয়ারদের টি-শার্ট উপহার দিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোনালিসা । করোনা আবহে সিপিআই(এম)-এর ছাত্র যুব সংগঠনের রেড ভলান্টিয়ারদের কাজে উদ্বুদ্ধ হয়ে খুদের এই উদ্যোগ । ছোট্ট মোনালিসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেড ভলান্টিয়াররা ।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার সিভিক ভলান্টিয়ার শম্ভু কর্মকার এবং অঙ্গনওয়াড়ি কর্মী মা টুম্পা কর্মকারের একমাত্র মেয়ে মোনালিসা । স্কুল বন্ধ থাকলেও প্রতিদিন স্কুলের টিফিন খরচের টাকা নিয়ে জমিয়ে রাখত ওই খুদে ।

মোনালিসার বাড়ির পাশেই সিপিএম পার্টি অফিস । রেড ভলেন্টিয়ার্সদের প্রতিদিনই কোভিড আক্রান্ত মানুষকে পরিষেবা দিতে দেখত সে । যারা সকলের জন্য এতকিছু করছে তাঁদের জন্য কিছু করার ইচ্ছা জাগে শিশু মনে । আর তাই টিফিন খরচের জমানো টাকা দিয়ে রেড ভলান্টিয়ারদের হাতে তুলে দেয় টি-শার্ট ।

রায়গঞ্জ, 16 জুন : লকডাউনে বন্ধ স্কুল , কিন্তু বাবার কাছে টিফিনের টাকা নেওয়া বাদ যায়নি একদিনও । সেই টিফিনের টাকা দিয়ে কোভিড যোদ্ধা রেড ভলান্টিয়ারদের টি-শার্ট উপহার দিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোনালিসা । করোনা আবহে সিপিআই(এম)-এর ছাত্র যুব সংগঠনের রেড ভলান্টিয়ারদের কাজে উদ্বুদ্ধ হয়ে খুদের এই উদ্যোগ । ছোট্ট মোনালিসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেড ভলান্টিয়াররা ।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার সিভিক ভলান্টিয়ার শম্ভু কর্মকার এবং অঙ্গনওয়াড়ি কর্মী মা টুম্পা কর্মকারের একমাত্র মেয়ে মোনালিসা । স্কুল বন্ধ থাকলেও প্রতিদিন স্কুলের টিফিন খরচের টাকা নিয়ে জমিয়ে রাখত ওই খুদে ।

মোনালিসার বাড়ির পাশেই সিপিএম পার্টি অফিস । রেড ভলেন্টিয়ার্সদের প্রতিদিনই কোভিড আক্রান্ত মানুষকে পরিষেবা দিতে দেখত সে । যারা সকলের জন্য এতকিছু করছে তাঁদের জন্য কিছু করার ইচ্ছা জাগে শিশু মনে । আর তাই টিফিন খরচের জমানো টাকা দিয়ে রেড ভলান্টিয়ারদের হাতে তুলে দেয় টি-শার্ট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.