রায়গঞ্জ, ১৩ ফেব্রুয়ারি : বাবা-মা'র কাছে বকা খাওয়ার ভয়ে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফেল হওয়ার খবর লুকিয়ে পরীক্ষাকেন্দ্রে হাজির ছাত্রী। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত পরীক্ষকরা অ্যাডমিট কার্ড দেখতে চাইলে সে দেখাতে পারেনি। পরে সব কথা স্বীকার করে। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহারের বানবোল হাইস্কুলের।
ইটাহার ব্লকের রাজগ্রাম হাইস্কুলের ওই ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষার টেস্টে পাস করেনি। কিন্তু বাড়িতে এই খবর পেলে বকাবকি করতে পারে সেই ভয়েই তা গোপন করে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে স্কুলের বাকি ছাত্রীদের জন্য নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে গিয়ে হাজির হয়। প্রাথমিকভাবে তার সার্টিফিকেট দেখে তাকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দিলেও স্কুলের হলঘরে পৌঁছাতেই পরীক্ষকরা তার অ্যাডমিট কার্ড দেখতে চায়। জিজ্ঞাসাবাদ করা হলে সে সমস্ত ঘটনা জানায়। স্কুল ইনচার্জ বিষয়টি পর্ষদ কর্তৃপক্ষের নজরে আনে। প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনাস্থানে পৌঁছায়।
পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত পুলিশি পাহারায় তাকে বসিয়ে রাখা হয়। পরে তাকে তার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদের উত্তর দিনাজপুরের প্রতিনিধি সঞ্জয় রায় বলেন, "ওই ছাত্রীকে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষকরা ধরে ফেলেন। তারা অ্যাডমিট কার্ড দেখতে চাইতেই সে ঘটনা জানায়। বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদে জানিয়েছি। তারা উপযুক্ত পদক্ষেপ নেবে।"