রায়গঞ্জ, 8 এপ্রিল : বিষ মেশানো খাবার খাইয়ে সারমেয়দের মেরে ফেলার অভিযোগ। দু'জনকে গ্রেপ্তার করল কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ । অভিযুক্তদের নাম মঞ্জু নন্দী ও রূপম গঙ্গোপাধ্যায় । তাদের বাড়ি কর্ণজোড়া ফাঁড়ির উদয়পুর এলাকায়। স্থানীয়রা অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রের খবর , মঞ্জু নন্দীর বাড়ির একটি ছাগলকে কামড়ে দিয়েছিল পাড়ার সারমেয় । তাই মঞ্জু স্থানীয় রূপম গঙ্গোপাধ্যায়কে 50 টাকার বিনিময়ে সারমেয়গুলিকে খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলার কথা বলে । তার কথামতো রূপমও খাবারের মধ্যে বিষ মিশিয়ে সারমেয়গুলিকে মেরে ফেলে বলে অভিযোগ । পরে দুটি সারমেয়র মৃতদেহ পাওয়া গেলেও, বেশ কয়েকটি সারমেয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না ।
খবর পেয়ে ঘটনাস্থানে যান রায়গঞ্জের এক পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ও কর্ণজোড়া থানার পুলিশ । মৃত ওই দুই সারমেয়র দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় স্থানীয় বাসিন্দারা এবং পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে ওই অভিযুক্তদের বিরুদ্ধে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে মঞ্জু নন্দী ও রূপম গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ।