রায়গঞ্জ, 24 ফেব্রুয়ারি : কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কে জেরা করেছে সিবিআই ৷ মঙ্গলবার দুপুরে তাঁদের বাড়িতে গিয়ে রুজিরাকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ লক্ষ্যণীয় বিষয় হল, ওই দিন গোয়েন্দারা অভিষেকের বাড়িতে পৌঁছানোর আগেই সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী ৷ যা নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়েছে জল্পনা ৷ বিষয়টিকে ইস্য়ু করতে ছাড়ছে না বিরোধীরা ৷ বিজেপি নেত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর ভাষায়, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই আচরণ আসলে ‘‘নাটক’’ ৷ এই প্রসঙ্গে দেবশ্রী বলেন, ‘‘নাটক আর গলাবাজি করে পার পাওয়া যাবে না ৷ অন্যায়, দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে ৷ জেলে যেতেই হবে দিদিমণি।’’
রায়গঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রা ও জনসভায় যোগ দেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী ৷ সেখানেই নানা ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীকে টার্গেট করেন তিনি ৷ বলেন,‘‘আর নয় অন্যায় ৷ এই অন্যায়কে এবার শেষ করতেই হবে ৷ বাংলার মানুষ ভেবেছিল, 34 বছরের বামফ্রন্ট সরকারের অপশাসনে রুখে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করবে তৃনমূল কংগ্রেস। কিন্তু বাস্তবে দেখা গেল এই 10 বছরে তৃনমূল সরকার দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গিয়েছে। আজ মুখ্যমন্ত্রীর ঘরে সিবিআইকে যেতে হয়েছে ৷’’
আরও পড়ুন: ইসলামপুরে বাইক র্যালির মাধ্যমে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি পালন বিজেপির
উত্তর দিনাজপুর জেলার চোপড়া, ইসলামপুর হয়ে করণদিঘি ব্লকে প্রবেশ করে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। দেবশ্রী চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি, বিজেপি নেতা নিমাই কবিরাজ, বাসুদেব সরকার-সহ দলের শীর্ষ নেতৃত্ব। আর ছিলেন হাজার হাজার বিজেপির কর্মী ও সমর্থক। করণদিঘির বিজেপি কার্যালয় থেকে পরিবর্তন যাত্রার রথ টুঙিদিঘি, আলতাপুর, বিহিনগর ও নাগর হয়ে রায়গঞ্জ ব্লকে প্রবেশ করে।
এই কর্মসূচিতে সামিল হয়ে দেবশ্রী চৌধুরী বলেন, ‘‘এ রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এতটাই দুর্নীতিতে ডুবে আছে যে মুখ্যমন্ত্রীর নিজের লোকেরাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। চরম দুর্নীতির কারণেই মুখ্যমন্ত্রীর দল ছেড়ে তাঁর বিধায়ক, মন্ত্রীরা বিজেপিতে যোগদান করছেন। এটা দুর্ভাগ্যের এবং অত্যন্ত লজ্জার যে মুখ্যমন্ত্রী ‘সততার প্রতীক’ বলে সারা রাজ্যে ফ্লেক্স, ব্যানার লাগিয়েছিলেন ৷ সেই মুখ্যমন্ত্রীর ঘরই আজ দুর্নীতির আঁতুড়ঘর।’’