ETV Bharat / state

প্রধানমন্ত্রীর শপথগ্রহণে আমন্ত্রণ পেয়ে দিল্লি গেল দাড়িভিটে নিহতদের পরিবার - modi

প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে "বিশেষ আমন্ত্রিত" বাংলার 50 জন মৃত BJP কর্মীদের পরিবারের তালিকায় রয়েছে দাড়িভিটকাণ্ডে নিহত তাপস বর্মণ ও রাজেশ সরকারের পরিবার । আগামীকাল নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আজ দিল্লি গেলেন দাড়িভিটকাণ্ডে নিহত ওই দুই ছাত্রের মা-বাবা ।

দাড়িভিটে নিহত রাজেশ সরকারের ভাই
author img

By

Published : May 29, 2019, 11:28 PM IST

Updated : May 29, 2019, 11:49 PM IST

ইসলামপুর, 29 মে : প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে "বিশেষ আমন্ত্রিত" বাংলার 50 জন মৃত BJP কর্মীদের পরিবার । সেই তালিকায় রয়েছে দাড়িভিটকাণ্ডে নিহত তাপস বর্মণ ও রাজেশ সরকারের পরিবারও । আগামীকাল নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আজ দিল্লি গেলেন দাড়িভিটকাণ্ডে নিহত ওই দুই ছাত্রের মা-বাবা । গতকাল ইসলামপুর থেকে ট্রেনে করে কলকাতা যান তাঁরা । আজ কলকাতা থেকে ট্রেনে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা ।

গতকাল অমিত শাহকে নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক করেন নরেন্দ্র মোদি । সেখানেই মন্ত্রিসভার একটি রূপরেখাও তৈরি হয়েছে বলে খবর । পাশাপাশি সেই বৈঠকেই পশ্চিমবঙ্গে গত কয়েকবছরে নিহত 50 জন BJP কর্মীর পরিবারকে অনুষ্ঠানে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় । তাদের আমন্ত্রণপত্র পাঠানো হয় রাষ্ট্রপতির ভবনের তরফে ।

ভোটের আগে জলপাইগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়েছিলেন তাপস ও রাজেশের মা-বাবা । সেখানে তাঁদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী । তাই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় ছেলেদের মৃত্যুর CBI তদন্তের দাবি পূরণ হওয়ার সম্ভাবনা জোরদার হল বলে মনে করছে তাদের পরিবার ।

রাজেশের ভাই সুজিত বলেন, "আমাদের মা-বাবা দিল্লি গেছেন । আগামীকাল শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও BJP-র শীর্ষ নেতৃত্ব আমাদের ডেকেছেন । এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল মা-বাবা । আশা করছি এবারে আমাদের CBI তদন্তের দাবি পূরণ হবে ।"

ইসলামপুর, 29 মে : প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে "বিশেষ আমন্ত্রিত" বাংলার 50 জন মৃত BJP কর্মীদের পরিবার । সেই তালিকায় রয়েছে দাড়িভিটকাণ্ডে নিহত তাপস বর্মণ ও রাজেশ সরকারের পরিবারও । আগামীকাল নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আজ দিল্লি গেলেন দাড়িভিটকাণ্ডে নিহত ওই দুই ছাত্রের মা-বাবা । গতকাল ইসলামপুর থেকে ট্রেনে করে কলকাতা যান তাঁরা । আজ কলকাতা থেকে ট্রেনে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা ।

গতকাল অমিত শাহকে নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক করেন নরেন্দ্র মোদি । সেখানেই মন্ত্রিসভার একটি রূপরেখাও তৈরি হয়েছে বলে খবর । পাশাপাশি সেই বৈঠকেই পশ্চিমবঙ্গে গত কয়েকবছরে নিহত 50 জন BJP কর্মীর পরিবারকে অনুষ্ঠানে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় । তাদের আমন্ত্রণপত্র পাঠানো হয় রাষ্ট্রপতির ভবনের তরফে ।

ভোটের আগে জলপাইগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়েছিলেন তাপস ও রাজেশের মা-বাবা । সেখানে তাঁদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী । তাই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় ছেলেদের মৃত্যুর CBI তদন্তের দাবি পূরণ হওয়ার সম্ভাবনা জোরদার হল বলে মনে করছে তাদের পরিবার ।

রাজেশের ভাই সুজিত বলেন, "আমাদের মা-বাবা দিল্লি গেছেন । আগামীকাল শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও BJP-র শীর্ষ নেতৃত্ব আমাদের ডেকেছেন । এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল মা-বাবা । আশা করছি এবারে আমাদের CBI তদন্তের দাবি পূরণ হবে ।"

Intro:রায়গঞ্জ, 27মেঃ- আগামীতে ভূগোল নিয়ে পড়ে শিক্ষকতা করতে ইচ্ছুক উচ্চমাধ্যমিকে কলা বিভাগে নবম স্থান অধিকারী হৈমন্তিকা সরকার।বাবা-মা,স্কুলের শিক্ষকদের সাহায্যেই এই ফল করতে পেরেছে সে বলেই এদিন নিজের বাড়িতে বসে জানাল হৈমন্তিকা।সকালে টিভির পর্দায় হৈমন্তিকার নাম ঘোষণা হতেই বাবা-মায়ের চোখেও আনন্দাশ্রু গড়িয়ে পড়ে।খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশিরাও এদিন বাড়িতে ভিড় জমায়।রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস হৈমন্তিকার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান।পড়াশুনো ছাড়াও হৈমন্তিকা ছবি আকতে ভালোবাসে।এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর সে জানায়,এমন ফল আশা করেছিলাম।আগামীতে ভূগোলের শিক্ষিকা হতে চাই।পড়াশুনো ছাড়াও ছবি আকতে ও গান গাইতে ভালোবাসি।আমার এই সাফল্যের জন্য আমার বাবা-মার অবদান অনেক।

বাইট--হৈমন্তিকা কর্মকার,নবম কলা বিভাগ।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।। Body:আজConclusion:আকব
Last Updated : May 29, 2019, 11:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.