রায়গঞ্জ, 26 নভেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং তাঁর স্ত্রী ৷ তাঁদের গতরাত থেকেই কর্ণজোড়ার সরকারি বাংলোতে রেখে চিকিৎসা করানো হচ্ছে ।বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন।
কয়েকদিন ধরে একাধিক উপসর্গ দেখা দেওয়ায় বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিকচন্দ্র মণ্ডল এবং তাঁর স্ত্রী কোরোনা পরীক্ষা করান ৷ সেদিন রাতেই তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে । রাতেই বিষয়টি মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয় । এর পাশাপাশি জেলা প্রশাসনকে বিষয়টি সম্পর্কে সতর্ক করা হয় । কোরোনা আক্রান্ত হওয়ার খবর পেতেই তিনি এবং তাঁর স্ত্রী হোম আইসোলেশনে চলে যান । তাঁদের সমস্ত ধরনের চিকিৎসা প্রক্রিয়া বাড়িতেই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষকর্তা । পাশাপাশি তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোরোনার পরীক্ষা করানোর জন্য স্বাস্থ্য় দপ্তর থেকে বলা হয়েছে ।
সম্প্রতি তাঁদের সংস্পর্শে কারা এসেছিলেন, সে বিষয়ে খোঁজখবর করে কোরোনা পরীক্ষা করতে বলা হয়েছে । এই বিষয়ে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং তাঁর স্ত্রী কোরোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে ।