ETV Bharat / state

ক্যান্সাররোগীদের জন্য চুল কেটে দিল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী - cancer patient

এক বছর ধরে তিল তিল করে চুল বড় করেছিল ঋষিকা । লম্বায় প্রায় 16 ইঞ্চি । অতটা চুল কাটতে মন খারাপ হলেও ক্যান্সাররোগীদের কথা ভেবে দ্বিধা করেনি ঋষিকা ।

ঋষিকা চক্রবর্তী
author img

By

Published : Jul 6, 2019, 11:12 AM IST

রায়গঞ্জ, 6 জুলাই: বছরখানেক আগে বাবার ফেসবুকে একজন মহিলার ছবি দেখেছিল রায়গঞ্জের বছর সাতেকের ঋষিকা চক্রবর্তী । একজন ক্যান্সার আক্রান্তের কেমোথেরাপি চলছে। কেমোর আগের ও পরের ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি । সেখানেই ঋষিকা দেখে আগের ছবিতে মহিলার মাথা ভরতি চুল ছিল, কিন্তু কেমোর পরে চুল নেই । বাবার কাছে এনিয়ে প্রশ্ন করে ঋষিকা ।

মেয়ের প্রশ্ন এড়িয়ে যাননি বাবা কৌশিক চক্রবর্তী । তিনি মেয়েকে বোঝান মারণরোগ ক্যান্সারের ভয়াবহতা । সেই সময় মেয়েকে তিনি বলেছিলেন চুল দেওয়ার কথা । একরত্তি ঋষিকাও বাবার প্রস্তাবে রাজি হয়ে যায় । তার পর গত 1 বছর ধরে প্রস্তুতি চলে । এর মাঝে মুম্বইয়ে "মদত" নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার খোঁজ পান কৌশিকবাবু । তাদের সঙ্গে যোগাযোগ করে চুলদানের প্রক্রিয়া জেনে নেন তিনি । অবশেষে বৃহস্পতিবার ঋষিকার চুল কেটে মুম্বইতে ওই সংস্থার কছে পাঠানো হয় ।

এক বছর ধরে তিল তিল করে চুল বড় করেছিল ঋষিকা । লম্বায় প্রায় 16 ইঞ্চি । অতটা চুল কাটতে মন খারাপ হলেও ক্যান্সাররোগীদের কথা ভেবে দ্বিধা করেনি ঋষিকা । কৌশিক চক্রবর্তী ও তাঁর স্ত্রী ঋতুপর্ণা মেয়ের এই কাজে গর্বিত । চুল কাটার কারণ জানিয়ে ঋষিকার ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন ঋতুপর্ণা । ইতিমধ্যে ঋষিকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা । অনেকেই তার কাজে অনুপ্রাণিত হয়ে চুলদানের ইচ্ছা প্রকাশ করে কমেন্ট করেছেন ।

কৌশিকবাবু জানিয়েছেন, মুম্বইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা 'মদত' ক্যান্সাররোগীদের জন্য পরচুলা বানিয়ে দেয়। তাতে মানুষের চুল ব্যবহার করা হয় । সেই সংস্থায় পাঠানো হয়েছে ঋষিকার চুল । ঋষিকা জানিয়েছে, ক্যানসাররোগীদের জন্য চুল দিতে পেরে সে খুশি ।

রায়গঞ্জ, 6 জুলাই: বছরখানেক আগে বাবার ফেসবুকে একজন মহিলার ছবি দেখেছিল রায়গঞ্জের বছর সাতেকের ঋষিকা চক্রবর্তী । একজন ক্যান্সার আক্রান্তের কেমোথেরাপি চলছে। কেমোর আগের ও পরের ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি । সেখানেই ঋষিকা দেখে আগের ছবিতে মহিলার মাথা ভরতি চুল ছিল, কিন্তু কেমোর পরে চুল নেই । বাবার কাছে এনিয়ে প্রশ্ন করে ঋষিকা ।

মেয়ের প্রশ্ন এড়িয়ে যাননি বাবা কৌশিক চক্রবর্তী । তিনি মেয়েকে বোঝান মারণরোগ ক্যান্সারের ভয়াবহতা । সেই সময় মেয়েকে তিনি বলেছিলেন চুল দেওয়ার কথা । একরত্তি ঋষিকাও বাবার প্রস্তাবে রাজি হয়ে যায় । তার পর গত 1 বছর ধরে প্রস্তুতি চলে । এর মাঝে মুম্বইয়ে "মদত" নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার খোঁজ পান কৌশিকবাবু । তাদের সঙ্গে যোগাযোগ করে চুলদানের প্রক্রিয়া জেনে নেন তিনি । অবশেষে বৃহস্পতিবার ঋষিকার চুল কেটে মুম্বইতে ওই সংস্থার কছে পাঠানো হয় ।

এক বছর ধরে তিল তিল করে চুল বড় করেছিল ঋষিকা । লম্বায় প্রায় 16 ইঞ্চি । অতটা চুল কাটতে মন খারাপ হলেও ক্যান্সাররোগীদের কথা ভেবে দ্বিধা করেনি ঋষিকা । কৌশিক চক্রবর্তী ও তাঁর স্ত্রী ঋতুপর্ণা মেয়ের এই কাজে গর্বিত । চুল কাটার কারণ জানিয়ে ঋষিকার ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন ঋতুপর্ণা । ইতিমধ্যে ঋষিকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা । অনেকেই তার কাজে অনুপ্রাণিত হয়ে চুলদানের ইচ্ছা প্রকাশ করে কমেন্ট করেছেন ।

কৌশিকবাবু জানিয়েছেন, মুম্বইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা 'মদত' ক্যান্সাররোগীদের জন্য পরচুলা বানিয়ে দেয়। তাতে মানুষের চুল ব্যবহার করা হয় । সেই সংস্থায় পাঠানো হয়েছে ঋষিকার চুল । ঋষিকা জানিয়েছে, ক্যানসাররোগীদের জন্য চুল দিতে পেরে সে খুশি ।

Intro:রায়গঞ্জ, ০৫ জুলাইঃ- ক্যান্সার রোগীদের পরচুলো বানাতে সাহায্য করতে নিজের চুল দান করল রায়গঞ্জের ৮ বছর বয়সী ছাত্রী ঋষিকা চক্রবর্তী।বাবা-মায়ের অনুপ্রেরণায় নিজের লম্বা চুল বিনা দ্বিধায় কেটে তা প্যাকেটবন্দী করে মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবী সংগঠনকে পাঠাল সে।চুল কাটায় সামান্য মন খারাপ করলেও কোন এক তৃপ্তির হাসি ঋষিকার চোখে মুখে।বাবা কৌশিক চক্রবর্তী ও মা ঋতুপর্ণা দাস চক্রবর্তীও ছোট্ট মেয়ের এই কাজে গর্বিত।ফেসবুকে চুল কাটার কারণ জানিয়ে মেয়ের ছবি ফেসবুকে পোস্ট করার পর অনেকেই স্বেচ্ছায় তাদের চুল দান করেছেন বলেও দাবি করছেন এই দম্পতি।

কৌশিকবাবু জানিয়েছেন,প্রায় একবছর আগে ফেসবুকের মাধ্যমে জানতে পারেন, ক্যান্সার রোগীদের কেমোথেরাপি করার পর তাদের চুল সম্পূর্ণরুপে ঝড়ে যায়।তাই সুস্থ হয়ে যাওয়ার পরও তারা মানসিক অবসাদে ভোগেন।আয়নার সামনে দাঁড়ালে মানসিক অবসাদের মাত্রা আরও বেড়ে যায়।মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'মদত' ক্যান্সার রোগীদের জন্য পরচুলো বানিয়ে থাকে বলে জানতে পারেন তিনি।তারা ওই পরচুলোতে কৃত্রিম চুলের বদলে মানুষের আসল চুল ব্যবহার করা হয়।১২ ইঞ্চি বা ১ফুটের দৈর্ঘ্যের চারজন মানুষের চুল এক করে একটি পরচুলো তৈরি করা হয়।তাদের এই বিষয়টি জানতে পেরে নিজের মেয়েকে বিষয়টি জানান কৌশিকবাবু।তাকে মানসিকভাবে প্রস্তুত করেন তিনি।

গত পরশু ঋষিকা প্রায় ১৬ ইঞ্চি দৈর্ঘ্যের চুল কেটে ফেলে।তার সেই কাটা চুল সঠিক পদ্ধতিতে প্যাকেটবন্দী করে মুম্বাইয়ের সেই স্বেচ্ছাসেবী সংগঠনের ঠিকানায়।ক্যান্সার রোগীদের জন্য চুল দিতে পেরে যথেষ্ট খুশি সে।এদিন রায়গঞ্জের উকিলপাড়ায় নিজের বাডিতে বসে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ঋষিকা বলে,ক্যান্সার রোগীদের জন্য আমি আমার চুলদান করেছি।বাবা আমাকে বিষয়টি বলেছিল।চুল কাটায় কিছুটা মন খারাপ হলেও বর্তমানে আমি খুব খুশি।

কৌশিকবাবু বলেন,আমার মেয়ে এমন একটি মহৎ কাজের জন্য চুলদান করেছে তাতে আমরা খুব খুশি।গতপরশু তার চুল কেটে তা সঠিকভাবে প্যাকেট করে আমরা তা মুম্বাইয়ে পাঠিয়েছি।এই কাজের জন্য আমরা গর্বিত।

ঋতুপর্ণাদেবী বলেন,আমার মেয়ে এত ছোট বয়সে এই কাজ করায় আমরা খুবই খুশি।ওর ছবি ফেসবুকে দেখে ইতিমধ্যেই অনেক আত্মীয় পরিজনেরা চুল দান করেছে।আগামীতেও কোন সমাজসেবামূলক কাজ করলে আমরা খুশি হব।

বাইট-- ঋষিকা চক্রবর্তী,, কৌশিক চক্রবর্তী,, ঋতুপর্ণা চক্রবর্তী।।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।। Body:আজConclusion:আবভ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.