ETV Bharat / state

সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে আটক পরিযায়ী শ্রমিক

কোয়ারানটিন সেন্টারে মদ্যপান রুখতে গিয়ে জখম হলেন সিভিক ভলান্টিয়ার । আটক এক পরিযায়ী শ্রমিক । কালিয়াগঞ্জের ঘটনা ।

Migrant worker beats up civic volunteers in Raiganj
Migrant worker beats up civic volunteers in Raiganj
author img

By

Published : May 30, 2020, 12:13 AM IST

রায়গঞ্জ, 29 মে : সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে । উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পুরিয়া মহেশপুর এলাকার ঘটনা ।

সিভিক ভলান্টিয়ারের নাম গৌতম বর্মণ । কালিয়াগঞ্জ থানার মহেশপুর এলাকার বাসিন্দা । পরিযায়ী শ্রমিকের নাম মিঠুন মির্ধা । বেশ কয়েকদিন আগে ভিনরাজ্য থেকে মিঠুন বাড়ি ফিরেছে । কোরোনা সতর্কতার জন্য তাকে মহেশপুর উচ্চ বিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারে থাকতে হচ্ছে ।

অভিযোগ, বিদ্যালয়ের ছাদে মিঠুন কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে মদ্যপান করছিল । ওই সময় সেখানে গিয়েছিলেন গৌতম বর্মণ । মদ্যপান করতে দেখে তিনি খাতায় মিঠুনসহ অন্যান্য পরিযায়ী শ্রমিকদের নাম লিখতে থাকেন । অভিযোগ, সেই সময় গৌতমকে মারধর করে মিঠুন । ফলে গুরুতর জখম হয় গৌতম ।

তড়িঘড়ি গৌতমকে কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে কালিয়াগঞ্জ থানার পুলিশ আসে । মিঠুনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ মিঠুনকে আটক করেছে এছাড়া ঘটনার তদন্ত শুরু করেছে ।

রায়গঞ্জ, 29 মে : সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে । উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পুরিয়া মহেশপুর এলাকার ঘটনা ।

সিভিক ভলান্টিয়ারের নাম গৌতম বর্মণ । কালিয়াগঞ্জ থানার মহেশপুর এলাকার বাসিন্দা । পরিযায়ী শ্রমিকের নাম মিঠুন মির্ধা । বেশ কয়েকদিন আগে ভিনরাজ্য থেকে মিঠুন বাড়ি ফিরেছে । কোরোনা সতর্কতার জন্য তাকে মহেশপুর উচ্চ বিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারে থাকতে হচ্ছে ।

অভিযোগ, বিদ্যালয়ের ছাদে মিঠুন কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে মদ্যপান করছিল । ওই সময় সেখানে গিয়েছিলেন গৌতম বর্মণ । মদ্যপান করতে দেখে তিনি খাতায় মিঠুনসহ অন্যান্য পরিযায়ী শ্রমিকদের নাম লিখতে থাকেন । অভিযোগ, সেই সময় গৌতমকে মারধর করে মিঠুন । ফলে গুরুতর জখম হয় গৌতম ।

তড়িঘড়ি গৌতমকে কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে কালিয়াগঞ্জ থানার পুলিশ আসে । মিঠুনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ মিঠুনকে আটক করেছে এছাড়া ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.