চোপড়া, 10 এপ্রিল : "কেন্দ্রীয় বাহিনী আমার বন্ধু, আমি ওদের পক্ষে আছি। কালকে নরেন্দ্র মোদি চলে যাবে, ওরা এদিকে চলে আসবে।" আজ চোপড়ার জনসভা থেকে একথা বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বলেন, "কেন্দ্রীয় বাহিনীকে বলা হচ্ছে যাও BJP-র হয়ে কাজ কর। মোদি বলছে, সেনার জন্য ভোট দিন। শুধু সেনার জন্য ভোট দেবে কেন ? সেনার জন্য তো সবাই ভোট দেয়। পাঁচ বছরে তুমি কী করেছ ? জবাব দাও।" তিনি আরও বলেন, "কোনও কাজ করনি। তোমার আমলে কৃষক হত্যা হয়েছে। মানুষ হত্যা হয়েছে। গরিব হত্যা হয়েছে। মা-বোনদের উপর অত্যাচার হয়েছে। আর বলছে সেনাদের জন্য ভোট দিন।"
আজ চোপড়ায় দার্জিলিঙের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী। সেখানে আসার সময়ই দিক হারায় মমতার হেলিকপ্টার। পরে তৃণমূল নেত্রী বলেন, "আমাদের আসলে রাস্তাটা ভুলে হয়ে গেছিল। আসার কথা 22 মিনিটে। প্রায় 55 মিনিট আমাদের জায়গা খুঁজতে হয়েছে। ফলে আসতে একটু দেরি হয়ে গেছে।" সভা থেকে নরেন্দ্র মোদিকে একাধিক বিষয়ে আক্রমণ করেন তিনি। পাশাপাশি, কংগ্রেস ও CPI(M)-কেও একহাত নেন। বলেন, "কংগ্রেস, CPI(M)-র সঙ্গে লড়াই করে না BJP। ওদের সাহায্য করে।" পাশাপাশি, কংগ্রেস নেতা অধীর চৌধুরি ও অভিজিৎ মুখোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বলেন, "বহরমপুরের কংগ্রেস নেতা ও জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের ছেলেকে সাহায্য করছে RSS।"
তৃণমূল নেত্রী আরও বলেন, "BJP কে ভোট দিলে ওরা আবার দার্জিলিংয়ে আগুন জ্বালাবে। শিলিগুড়িকে অশান্ত করে তুলবে। জেতার পরে ওদের সাংসদকে এলাকায় একদিনের জন্যেও দেখা যায়নি। BJP এই বিভেদের খেলা দেশজুড়ে শুরু করেছে। কংগ্রেস ও CPI(M) তাঁদের সমর্থন করছে। এদের মধ্যে গোপন আঁতাত রয়েছে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে RSS-র সমর্থনে কংগ্রেস লড়াই করছে। নোটবাতিল করে, বেকারত্ব বাড়িয়ে দেশকে সর্বনাশের মুখে এগিয়ে দিয়েছে।"