রায়গঞ্জ, 13 সেপ্টেম্বর : কোরোনা আবহের কারণে পর্যটকের আনাগোনায় বিধিনিষেধ থাকলেও এশিয়ার বৃহত্তম পক্ষীনিবাস কুলিক পক্ষীনিবাসের পাখি গননার কাজ শুরু করল রায়গঞ্জ বন বিভাগের কর্মীরা । আজ থেকে রায়গঞ্জ শহর সংলগ্ন কুলিক পক্ষীনিবাসের পাখি গননার কাজে রায়গঞ্জ বন বিভাগের সহযোগীতার হাত বাড়িয়ে দিল পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস-এর সদস্যরা । এছাড়াও রায়গঞ্জ পিউপিলস ফর অ্যানিমেলস এবং হেমতাবাদ জনকল্যান সমিতি আরও দুটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা বন দপ্তরের আহ্বানে সাড়া দিয়ে পাখি গননার কাজে নামেন ।
উত্তরবঙ্গের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস । এশিয়ার বৃহত্তম পক্ষীনিবাস "রায়গঞ্জ কুলিক ওয়ার্ড লাইফ বার্ড স্যাঞ্চুরি"-তে প্রতিবছর জুন মাসের দিকে হাজার হাজার মাইল দূর থেকে কয়েক লাখ পরিযায়ী পাখি ভীড় করে । ওপেনবিল স্টক, নাইট হেরন, ইগ্রেট, করমোরেন্ট নামের এই চার প্রজাতির পরিযায়ী পাখিরা কুলিক নদীর তীরবর্তী জঙ্গলে এসে বাসা বাঁধে । প্রজনন করে । শাবকদের বড় করে তোলে । শাবকেরা উড়তে শিখলে ডিসেম্বর মাস নাগাদ এরা ফিরে যায় ।
সম্ভবত অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এবছর সবচেয়ে বেশি সংখ্যক পরিযায়ী পাখি এসেছে । কোরোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে দূষণ অনেকটাই কম হওয়ায় পাখিদের বাসস্থান ও খাবারের অনুকূল পরিবেশ গড়ে ওঠায় পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে অনুমান পশুপ্রেমী সংস্থা ও রায়গঞ্জ বন বিভাগের কর্তাদের । রায়গঞ্জ কুলিক অরন্যের এই কুলিক পক্ষীনিবাসে প্রতিবছরই সেপ্টেম্বর মাসের শুরুতে পাখি গননার কাজ শুরু করে রায়গঞ্জ বন দপ্তর । এবারও আজ থেকে এশিয়ার বৃহত্তম পক্ষীনিবাসে পাখি গননার কাজ শুরু হল। পক্ষীনিবাসের প্রতিটি গাছে কতগুলি পাখির বাসা আছে এবং প্রতিটি বাসায় কটি করে পাখি রয়েছে তা গননা করা হয় । 2018 সালে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখির সংখ্যা ছিল 98562টি । 2019 সালে তা কিছুটা কমে গিয়ে দাঁড়ায় 93088টি । রায়গঞ্জ বন বিভাগ ও পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি এবছর পাখির সংখ্যায় বিগত দিনের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে ।
পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, কুলিক পক্ষীনিবাস রায়গঞ্জ তথা জেলার গর্ব । এই পক্ষীনিবাসকে রক্ষা করার জন্য এলাকার সমস্ত জলাশয়কে আমাদের বাঁচিয়ে রাখতে হবে যাতে পরিযায়ী পাখিরা পর্যাপ্ত খাবার পায় । কুলিক নদীর দূষণ রোধে নদীর ধারে চাষের জমিতে রাসায়নিক সার প্রয়োগ বন্ধ করা এবং নদীতে আবর্জনা ফেলা যাতে বন্ধ করা যায় তার উদ্যোগ নিতে হবে ।